আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার জন্ম দিন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

থার্টি ফাষ্ট নাইট। রাত ১১.৫০। সবাই অপেক্ষায় আছে ১২.০০ টা বাজার। শহড়ে শুরু হয়ে গেছে, হৈচৈ, আর আনন্দ।

মানুষ নেমে এসেছে রাস্তায়, পার্কে, কিংবা সপিংমলে। এমনিতেই কায়রোর মানুষ উৎসব প্রিয়। তার ওপর আবার পুরাতন বছরের শেষ আর নতুন বছেরের শুরুর সন্ধিক্ষন। তাই বিশ্বের অন্যান্য শহড়ের ন্যায় কায়রো শহড় ও উৎসব মুখর। আমার ও মনটা আনচান করছিল বাহিরে যাবার জন্যে।

তবে উপযোক্ত সাথি না পাবার কারনে তা আর হয়ে উঠল না। তাই আমার নিড়ব সাথির হাত ধরে ঢুকে গেলাম নিড়ব ঘড়ে। যখন কোন সাথি থাকে না, মাউসই আমার সাথি, কম্পিউটার আমার ঘড়। কম্পিউটার কিংবা ইন্টারনেটের অধিকাংশ বিষয় গুলোই সরব, কিন্তু সামু হচ্ছে নিড়ব। না আছে মিউজিক না আছে ভিডিউ না আছে লাইভ চ্যাটরুম।

তাই সামুকে নাম দিয়েছি, আমার নিড়ব ঘড়। আর মাউসকে নাম দিয়েছি নিড়ব সাথি। আজকাল সামুর সাথেই আমার সম্পর্কটা হয়ে গেছে সবচেয়ে গভীর। ইতি মধ্যে ১২.০০ টা বেজে গেলো। কম্পউটারে কিছু প্রিয় প্রিয় গান শুনতে লাগলাম, ইংরেজী, হিন্দি, এরাবিক ও বাংলা।

আর সামুতে ঘুরাঘুরি করতে লাগলাম এইদেশ থেকে সেইদেশ। হটাৎ ইচ্ছে করল পুরানো প্রোফাইল ছবিটা বদলিয়ে দেই। আর বদলাতে গিয়েই দেখি, ওরে বাবা আজতো আমার জম্নদিন। সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে আমাকে জন্মদিনের উইশ করছেন, আমাদের প্রিয় সামু ভাই। জিনিষটা প্রথম দেখলে মজা পাবার মতোই, আমার পেজের উপরের ডানদিকের কোনায় দেখে নিতে পারেন।

ধন্যবাদ সামু ভাই। ধন্যবাদ সকলকে। আমার জন্যে সবাইকে দোয়া করার অনুরুধ রইল। আল্লাহ হাফেজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।