শেষ বলে কিছু নেই
আমার মাথা পড়ে আছে ডান হাতের তালুর উপরে ;
বাম হাতের তালুর উপর আমার হৃদপিন্ড ক¤প্রমান;
সিলভার কালারের ঘোড়াগুলো আমার রক্ত চাটছে
চোখের ভিতর আকাশের রঙগুলো অপসৃয়মান...
রং নিয়ে কথা বলতে হলে আকাশই সেরা, কেননা
আকাশের উপরে রয়েছে অনিঃশেষ রঙীলা আকাশ;
হৃদপিণ্ডের ভেতরে কোন হৃদপিন্ড থাকে না-শুধু রক্ত
সিলভার কালারের ঘোড়াগুলো ছাড়ছে ঝড়ো নিঃশ্বাস!
এবার খেলা হবে, হাত বদলের খেলা- হফ্ হফ্ হফ্
এ হাতে হৃদপিণ্ড ও হাতে মাথা- বদল হচ্ছে হাতের গল্প;
ঘোড়াগুলো পেণ্ডুলামের মত দোলাচ্ছে লেজ; হফ্ হফ্
বিভ্রান্তির আবহে মগজ আর রক্তে কী তৈরি হচ্ছে- শিল্প?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।