আমাদের কথা খুঁজে নিন

   

পেনড্রাইভ থেকে ভাইরাস কে চিরবিদায়

সুপ্রিয়,পাঠক বন্ধুরা টিটিতে এটা আমার ১ম টিউন । আমি টিটিতে নতুন হওয়ায় আশা করি আজ আপনাদের একটি ভাল টিউন উপহার দিতে পারব । আমার এই উপহারের ফলে আপনারা আপনাদের পেনড্রাইভ এর ভাইরাস চিরতরে বিদায় করতে পারবেন । ফলে আপনার পেনড্রাইভ এর ভাইরাস আপনার কম্পিউটারে বা লাপটপে প্রবেশ করতে পারবেনা । এবং আপনার কম্পিউটারে সহজে ভাইরাস আক্রমন করতে পারবে না ।

ফলে আপনাদের কম্পিউটার সহজে ডেড হবে না । ভাইরাস কম্পিউটারের জন্য একটি মারাত্তক সমস্যা ।
যে ভাবে পেনড্রাইভ থেকে ভাইরাস কে চিরবিদায় করবেন । পেনড্রাইভ যদি ভাইরাস থাকে তাহলে পিসির ইউএসব পোটে লাগালেই অনেক সময় অটোরান উইজাড নামের একটা উইজাড উইন্ডো থেকে পেণড্রাইভ ওপেন করলে অথবা মাই কম্পিউটার থেকে ওপেন করলে ভাইরাসের autorun.inf ফাইলটি সয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে । এ পদ্ধতিতে ওপেন করা টিক না ।

পেনড্রাইভটি ইউএসবি পোটে লাগানোর পর ওপেন উইজাড আসলে তা cancel করুন । এবার মাই কম্পিউটার ওপেন করে উইন্ডো উপরে আইকন টুলবার থেকে Folders বাটমটি তে চাপ করুন । বাম পাশে ফোল্ডারগুলো দেখাবে এবং ফোল্ডার বক্স থেকে পেনড্রাইভের ড্রাইভ লেটারটি খুজে বের করে click করুন । ডান পাশে পেন ড্রাইভ এর কন্টেণ্টসগুলো দেখা যাবে । এবার কপি- পেস্ট করুন ।

আসা করি আপনারা এতে করে উপক্রিত হবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।