একটা উদাস নিশুথী রাত জেগে থাকে
ঘুম চোখের পাড়ে।
নদীর হাওয়ার ভেসে আসে স্মৃতির ময়ূরকন্ঠী নাও।
ধূ ধূ বালিয়াড়ীর দিকে তাকালেই
কাশফুলের উৎসব!
পায়ের চিহ্ন থাকেনা কোন বালুচরে।
দুচোখের অভিলাষে মিশে থাকে হয়তোবা ব্যাকুল আশা।
আবার কখনো যদি তেমন রাত আসে।
মগ্ন চৈতন্যের ওপার থেকে অনুরাগের মত কিছু!
খুব প্রিয় কোন গন্ধের মত!
কে জানে হয়তোবা তা বেলিফুলের সুবাস।
এমন একটা রাতেই একবার চাঁদপুরে গিয়েছিলাম।
রকেটের ছাদে বসে আকাশ ভরা তারা দেখা।
নদীর পানিতে তারাদের রাতভর স্নান।
কত অজস্র নক্ষত্রকাল চলে যায়
তবু সেই যে একটা তারাভরা রাত!
তখন বয়স আঠারো।
তখন ভালোবাসা মানে হলো পরিণীতার শেখরদা
কিংবা সেইজন ,
যে প্রত্যাখ্যান করে চলে যায়
দক্ষিন সমুদ্রে সাদা জাহাজ নিয়ে।
তখন ভালোবাসা মানে
যখন তখন কাঁদতে পারা খেয়ালী মন।
সেই আঠারোই ফিরে এসেছিলো ঘুম চোখের পাড়ে!
শুধু নদীর পানিতে একরাশ তারাদের ডুব সাঁতার দেখবে বলে!
ছবির লিন্ক:
Click This Link
নতুন বছর ২০১০ এর শুভেচ্ছা সবাইকে।
আমরা সবাই যেনোভালো থাকি। সুস্থ থাকি।
সুন্দর থাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।