২০০৯ সাল - অনেক কারণেই বেশ আলোচিত। বিডিআর বিদ্রোহ, বারাক ওবামার নোবেল প্রাপ্তি, শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচারের চুড়ান্ত রায়, মাইকেল জ্যাকসনের মৃত্যু, মাগিন্দানাও হত্যাকাণ্ড, ব্যর্থ কোপেনহেগেন সম্মেলন ইত্যাদি আরও অনেক ঘটনাবলীই স্মরনীয় করে রাখলো ২০০৯কে। এসব কিছুর পাশেও একজন মানুষের জন্যও ২০০৯কে মনে রাখতে হবে, তিনি সরোদের কিংবদন্তী ওস্তাদ আলী আকবর খান।
২০০৯ সালের ১৮ই জুন এই মহান সঙ্গীতজ্ঞ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
View this link
আলী আকবর খান উইকিতে
১৯২২ সালে বাংলাদেশের শিবপুরে আলী আকবর খান জন্মগ্রহন করেন, পিতা আলাউদ্দিন খান ও মাতা মদিনা বেগম।
আলাউদ্দিন খান এই উপমহাদেশের ধ্রুপদী সঙ্গীতের জগতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব। তার হাতেই গড়ে উঠেছে ভারতের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞরা। অন্নপূর্ণা দেবী (রওশন আরা), পান্নালাল ঘোষ, তিমির বরণ, নিখিল বন্দোপাধ্যায়, বসন্ত রায়, বাহাদুর খান, রবি শঙ্কর প্রমুখ সকলেই আলাউদ্দিন খানের ছাত্র। এই পিতার তত্ত্বাবধানেই আলী আকবর খানের সঙ্গীতে হাতে খড়ি। কঠিন নিষ্ঠার সাথে তিনি মাত্র ১৩ বছর বয়সেই অর্জন করেন ওস্তাদ উপাধি।
১৯৪৩ সালে যোধপুরের রাজা হনুমন্ত সিং তাকে রাজসঙ্গীতজ্ঞ পদে নিয়োগ দেন। ১৯৪৮ সালে রাজা হনুমন্ত সিং মারা গেলে তিনি মুম্বাই যান, এবং 'ক্ষুদিত পাষাণ' ছায়াছবির সুর দেয়ার জন্য তিনি বর্ষসেরা সুরকারের পুরস্কার লাভ করেন।
কিন্তু তার বিশ্বব্যাপী খ্যাতির জন্য অপেক্ষা করতে হয় ১৯৫৫ সাল পর্যন্ত। ঐ বছর জগদ্বিখ্যাত বেহালা বাদক ইহুদি মেনহুইনের পৃষ্ঠপোষকতায় তার 'প্রভাত ও প্রদোষকালীন রাগ' অ্যালবামটি বের হয়। যা তাকে এবং ভারতীয় সঙ্গীতের জগৎকে তুলে ধরে সমগ্র বিশ্বের কাছে।
তারপর থেকে তিনি ধীরে ধীরে পরিণত হন জীবন্ত কিংবদন্তী ।
প্রায় ৭০ বছরের দীর্ঘ কর্মময় জীবনে তিনি অনেক কিছুই পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ভূষিত করেছে National Heritage Fellowship এ যা কি না যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী শিল্পীদের জন্য সর্বোচ্চ সম্মান। ইহুদি মেনহুইন তাকে স্বীকৃতি দিয়েছিলেন সমসাময়িক শ্রেষ্ঠ সুরকার হিসেবে।
যারা ধ্রুপদী সঙ্গীতের জগতে নতুন তারা আলী আকবরের দু'টি অ্যালবাম শুনে দেখতে পারেন - স্বপ্নবাগিচা ও যাত্রা ।
এই মহান শিল্পীর একবার লিখেছিলেন "If you practice for ten years, you may begin to please yourself, after 20 years you may become a performer and please the audience, after 30 years you may please even your guru, but you must practice for many more years before you finally become a true artist -- then you may please even God."
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।