আমাদের কথা খুঁজে নিন

   

"আন্নে কি রাতা চিনুন???"

"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু

আমার এক বন্ধু এক দিন কথা প্রসঙ্গে আমাকে বলল, আন্নে কি রাতা চিনুন। আন্নেরে আই রাতা খাওইতাম। আমি বললামা রাতাটা আবার কি? এটা কি খায় না মাথায় দেয়?................................... সে আমাকে বলল : আরে মাথায় কেন পেটে?..................... আমি বললাম: পেটে আবার কি?................. সে বলল : এটা খায়..... আমার রাতার ব্যাপারে অনেক কৌতুহল ছিল। পরবর্তীতে সে আমাকে বলল, আন্নেরে তো মাঝে মধ্যেই রাতা খাইতে দেখি। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। বলে কি ?................. সে আমাকে বলল আরে আন্নে অহনো বুঝেন নাই? আমি বললাম না বুঝাইলে বুঝুম কেমনে? সে আমাকে বলিল রাতা হইলো গিয়ে "মোরগ" আপনি এবার রাতা চিনলেন তো ? ? ? হু হু হু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।