আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নি-যমুনা

শেষ বলে কিছু নেই

উটের চোখের মত ক্লান্ত প্রেমিক, কতদূর যাবে? ঝুলে পড়া জিব, চোখে অনন্ত নভলোকের ছায়াচিত্র ধুমকেতুর পুচ্ছের মত বহুধা-খন্ডিত চেতনায়, চোখে কী দেখ...শুধু সীমাহীন বালুরাশি...উড্ডীন উৎক্ষিপ্ত! এখন তুমুল রাত্রি বালুকাবেলায় শুধু জোসনার ফুল আর কবিতার শিরোনামে তিমির পেটের মত বিশাল এক লাবন্যতা শুয়ে আছে; নারী অথবা পুরুষ সেই লাবন্যতা ছুঁতে শেখে নি আজও তারা অচেনা যাত্রী ঝাঁকে ঝাঁকে উড়ছে বোমারু বিমান শুধু ভালবাসার নামে বালুর ভাঁজে ভাঁজে প্রেমের ক্ষার মুক্তর মত জমে আছে পুরুষ অথবা নারী খুলতে শেখে নি অমোঘ সেই ভাঁজও... ক্লান্তপ্রেমিক, জিব থেকে খুলে নিয়ে তিতকুটে স্বাদ চোখ থেকে নামিয়ে দাও নভলোকের অবশিষ্ট নমুনা তারপর বুক খুলে দেখ, হৃদপিন্ডে বসে এক ক্লিব ঈশ্বর ক্যামন উন্মত্ততায় শিরায় শিরায় বইয়ে দিচ্ছে অগ্নি-যমুনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।