আমাদের কথা খুঁজে নিন

   

হে দরদী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

হে দরদী হে দরদী, আশীর্বাদে তুষ্ট করোনা আমায়, অভিশাপে ভষ্ম করো আমায় শতবার। প্রসাদ আর ফুলে নয়, ঘেন্নার জলে ভরিয়ে দাও আমার অপবিত্র করতল। স্তুতিবাক্য আর মিথ্যে অলংকারে যে পূজারী তোমায় দেবী করে রেখেছিল হৃদয়-মন্দিরে, আজ সে নিজেই পাপবিদ্ধ, প্রেমকাতর এক পুরুষ। নির্মোহ ভালবাসার খোলস ছেড়ে আজ সে বেরিয়ে আসতে চায় বার বার। রক্তমাংশের শরীরে আজ তার প্রণয়ের দাপাদাপি, নষ্টামির বুদ্বুদ নেচে ওঠে রক্তের প্রতি কণায়। যে হাতের নিপূণ স্পর্শে এক প্রাণহীন কাদামাটি প্রতীমা হয়ে উঠতো প্রতিনিয়ত, আজ সেই হাতেরই স্পর্শে প্রতীমা যেন প্রেয়সী হয়ে ওঠে গোপনে। আজ সেই বিশ্বস্ত হাত শুধুই কেঁপে ওঠে, আজ পূজারী কেবলই মানুষ হতে চায়; আর সেই মানুষের ভেতর সহসাই যেন জেগে ওঠে এক অবিশ্বাসী পুরুষ। আমি তোমার রূপের মোহে আজ পাপবিদ্ধ। তুমি আমাকে আশীর্বাদে তুষ্ট করোনা বরং অভিশাপে ভষ্ম করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।