আমাদের কথা খুঁজে নিন

   

এক এগারো বনাম দুই বাইশ

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

এক এগারো এসে যায় একবার মা খালার বদান্যতায় চাচা আবার উসখুস করে রাতে কাকাদের ভালো লাগা, না লাগা এক এগারো চোখ মেলে চায় একবার; এই যেন হয় শেষবার। দুই বাইশ ফিরে আসুক বারবার এদিনেই প্রথম চোখ মেলে চাই হারাবার পথে ভেলা ছোটে এইবারই কি এমন সুখের প্রহর তার চোখে চোখ তার মধ্যিখানে আমি আর আমার সকল নিস্তব্ধতা। এক এগারো- দুই বাইশ প্রতিবাদী হয়; একবার পেছন ফিরে দেখা সুখ আর দুখের বসতঘর মাঝখানে আমি আর আমার আজন্মকালের চেনাজানা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।