আমাদের কথা খুঁজে নিন

   

এই চিঠিটা মায়ের জন্যে

অনুচ্ছেদ

মাগো - আমি তোমার খোকন আমার ওপর অনেক রাগ, তাই না মা... বলেছিলাম ফিরব, পারলাম না... এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চিঠিটা যেন শেষ করে যেতে পারি, ওরা অনেক চেষ্টা করল মা, পারল না... গুলিটা এমন অজায়গায় লেগেছে রক্ত আর থামছেই না, ওরা বলেছে - শেষ রাত অবধি বাঁচলে ভাগ্য, বলেছিলাম না মা, দেশটা একদিন স্বাধীন হবেই... আমি নেই তো কী হয়েছে আরো কত লক্ষ লক্ষ সন্তান তোমার, জানি মাগো - চিঠিখানা পড়তে পড়তে তোমার চোখের জল বাঁধ মানবে না, কিন্তু লিখতে তো হবেই আমায়, রক্ত অনেক লাল মা, তবু - যুগে যুগে স্বাধীকারের জন্যে মানুষ তার বুকের রক্ত দিয়েছে, তবু মানুষ কেন মানুষকে খুন করবে... মানুষ কেন মানুষকে বাঁচতে দেবে না... কেন এক ভাইয়ের রক্তে আরেক ভাই হাত রাঙাবে, তারা কেমন মানুষ... তুমি আমার জন্মদাত্রী মা এদেশ আমার জন্মভূমি মা তাই তো যুদ্ধে এলাম মা'কে মুক্ত করতে যুদ্ধে এলাম, হায়েনার পালকে নিশ্চিহ্ন করতে যুদ্ধে এলাম, বোনের অপমানের শোধ নিতে যুদ্ধে এলাম, কিন্তু মাগো - শেষটা দেখে যেতে পারলাম না । মাগো, কত্ত ভালবাসি তোমায়, জানো... তুমি কাঁদবেনা বলো, মাথা উঁচু করে হাঁটবে তুমি, যে সন্তানেরা তাদের মাকে হারিয়েছে - তাদের বুকে তুলে নেবে, আমার ছোট্ট ভাইটিকে বলো... তার ছেলে-মেয়েকে সে যেন - আমার কথা, আমাদের কথা বলে, ওরা যেন আমাদের মনে রাখে... যে মেয়েটিকে তুমি তোমার পুত্রবধু বানাতে চেয়েছিলে, তাকে বলো - সে যেন আমায় ক্ষমা করে, স্বাধীন দেশের স্বাধীন মাটিতে আমার নামে একটা দোপাটির চারা লাগিও, আর তোমরা ভালো থেকো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।