আমাদের কথা খুঁজে নিন

   

লো লেভেল ফরম্যাট

এগিয়ে যাও ...

যদি হার্ড ডিক্স রীতিমতো স্ক্যান ও ডিফ্রাগমেন্ট করা না হয় তবে হার্ডডিস্কের সিলিন্ডারের সেক্টর সমূহ পরস্পরের মধ্যকার লিংক হারিয়ে ফেলে৷ এতে করে ডাটা উদ্ধার অত্যন্ত জটিল হয়ে পড়ে এবং ডাটা সেন্ডিং স্পিড কমে যায়, এক কথায়- সেক্টর এড্রেসগুলো এলোমেলো হয়ে যায়৷ এ অবস্থাকে বলে Fragmentation৷ এ অবস্থায় আরো বেশি দিন চললে হার্ডডিস্কে লজিক্যাল ব্যাড সেক্টর পড়তে পারে। লো লেভেল ফরম্যাট হল লজিক্যাল ব্যাড সেক্টর এর কারণে অব্যবহারযোগ্য হার্ডড্রাইভ ব্যাবহারযোগ্য করা। অর্থাৎ লো লেভেল ফরম্যাট কমান্ড দিলে ড্রাইভের সকল সেক্টরে ডাটা ইন্টিগ্রিটি শুন্য লিখা হয়। (এর পর আর ডাটা রিকোভার করা যায়না।) লো-লেভেল দেয়ার খুব কাজের কিছু ইউটিলিটিঃ পাওয়ারম্যাক্স (ম্যাক্সটর) সি-টুলস (সিগেট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।