আমাদের কথা খুঁজে নিন

   

ছাই গোলাপের কুঁড়ি


তোমার চোখ খোলো চোখের ভেতর আগুন ভয় নেই পুড়বে না তুমি পুড়বে খাঁচার পাখি আর প্লাস্টিক বনভুমি । তুমি চিৎকার করে কাঁদো তোমার কান্নার ডাকনাম হিংস্র সাগর ভয় নেই ডুববে না তুমি তোমার কান্নার অতলে মরছে কয়েক লক্ষ শিশু । তুমি চুমু খাও তোমার প্রেমিকার রক্ত-ধুসর ঠোঁটে ভয় নেই বিষাক্ত হবে না তুমি তোমার চুমুর আবডালে ধর্ষন করছে যীশু । তুমি গান হও, তুমি হও সে গানের সুরেলা আগুন তোমার মন হোক এক কুড়ালের ধাতু ভয় নেই তোমার পায়ের রঙ নিরেট ধাতব তার ধারে উধাও হোক সোনার গাছ আর কংক্রিট মনোভুমি । তুমি গান হও তোমার বধির কানে তুমি ঝড় হও তোমার বোবা ঠোঁটে তুমি ঢেউ হও তুমি হও গর্জন আছড়ে ফেলো পৃথিবীর বাইরে কলম্বাস ও তার ড্রাকুলা তরী । তুমি ঠিক তুমি নও আমি নই আমি তোমার নাম ছিল আগুন তবু ডাকি তোমাকে জল নামে আগে খরায় পুড়ে যাক মরুভুমি তারপর তোমার মনোমেঘ ভেঙ্গে নামুক বৃষ্টি তুমি গান হও তুমি ভাঙ্গো জমাট শব্দের নুড়ি সুরেলা লাভার নিচে ফোটে ছাই গোলাপের কুঁড়ি ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।