আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবের মূল্যায়ন.....

ন্যায়-বিচার নিশ্চিত কর (যদি ও তাতে স্বর্গের পতন ঘটে)।

যে ব্যক্তি যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান দিতে কার্পন্য করা উচিত না। আবার যে সম্মান পাওয়ার যোগ্য না, তাকে সেই সম্মান দিয়ে আকাশে তোলার ও মানে নেই। শেখ মুজিব দেশের জন্য যা করেছে তা দেশের প্রতি ভালোবাসা থেকেই করেছে। আকাশের বিমান থেকে শুরু করে সড়কের তার নামে নামকরন করা হলেও তার সেই ভালবাসাকে সম্মান দেয়া হয় না।

শেখ হাসিনা কি মনে করেন যে সব কিছুর নাম মুজিবের নামে করলে শেখ মুজিবকে সবাই মনে রাখবে?? যাকে মনে রাখার তাকে জাতি সবসময়ই মনে রাখবে...ওইসব নামকরনে কিচ্ছু যায় আসেনা। তাজউদ্দিনের নামে এদেশে তেমন কিছুই নাই। কিন্তু জাতি কি কোনদিন ও ভূলতে পারবে তার কথা?? এইসব নামকরনের কারনে মানুষ বিরক্ত হয়, এটা লীগের বোঝা উচিত। লীগ কিংবা বিএনপি ই হোক, তাদের এই নামকরন সংস্ক্রতিকে আমি ঘেন্না করি। আমি জানি পলিটিক্স মানেই নোংরামি।

কিন্তু তারও তো একটা লিমিট আছে। তাইনা? যাইহোক, আমার এই লেখার উদ্দেশ্য হচ্ছে মুজিবের একাত্তরের আগের ও পরের ভুমিকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আছে, আমি সেইসব সঠিক ভাবে জানতে চাই। কেউ যদি অথেন্টিক কোন লিঙ্ক দিতে পারেন কিংবা কোন ও সোর্স দিতে পারেন, তবে আমার খুব উপকার হয়। আমি জানতে চাই, শেখ মুজিবের দেশের প্রতি ঠিক কতটুকু অবদান ছিল...তিনি সংঘঠক হিসেবে কতটুকু সফল আর প্রেসিডেন্ট হিসেবে কতটুকু সফল, কেন তাকে নির্মম ভাবে সপরিবারে প্রান দিতে হল, কেন তাজউদ্দিনের মত লোককে তিনি দূরে সরিয়ে দিলেন, কেন তার মনে হল বাকশাল ঘটন করা উচিত?? একাত্তরে মুজিবের ঠিক কি প্ল্যান ছিল, দেশের স্বাধীনতার জন্যে?? তিনি কতটুকু ভুমিকা পালন করেছিলেন, এই দেশকে মুক্ত করতে, আর অন্যদেরই বা কি ভুমিকা ছিল?? যে মুজিব গনতান্ত্রিকভাবে একাত্তরে ক্ষমতায় যেতে চেয়েছিলেন, সেই মুজিব কেন গনতন্ত্রকে পায়ে ঠেলে একদলীয় শাষন কায়েম করতে চেয়েছিলেন?? তবে কি তিনি ক্ষমতার জন্য লোভী হয়ে উঠেছিলেন?? আমার এই লেখার উদ্দেশ্য মুজিবকে অপমান বা ছোট করা নয়। এই লেখার উদ্দেশ্য হল সত্য জানতে চাওয়া।

তারপর ও কেউ যদি কষ্ট পান, আমি সরি। এবং এইকথা স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিচ্ছি, আমি বাংলাদেশের সকল পলিটিকাল পার্টি কে মনে-প্রানে ঘৃনা করি। তবে প্রত্যেক দলের ভাল কাজে আমার সাপোর্ট আছে এবং থাকবে, যদিও তাতে ওদের কিছু যায় আসেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।