আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় আছি

আমাদের চামড়া এখন গন্ডারের চামড়া থেকেও মোটা।

জানি রাত ভোর হবে জানি তুমি আসবে মিলনের রাতে তুমি ভালবাসায় ভাসবে। কত রাত কত দিন অপেক্ষাতে আছ তুমি কত রাত কত দিন অপেক্ষাতে আছি আমি দুজনের ভালবাসা পূণর্তা পাবে যে কাল নয় কেন নয় সে দিন আজকে এভাবে দিন যায় যায় মাস বছর তবু তুমি আসনা পড়ে আছি নিথর। জীবনে আলো আজ নিবু নিবু বাতাসে তবু আমি চেয়ে থাকি ঐ দূর আকাশে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।