আমাদের কথা খুঁজে নিন

   

জন লেননের ইমাজিন- imagine এর অনূবাদ ও “নুটপিয়া”

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'

ইমাজিন (জন লেননের ইমাজিন- imagine এর অনূবাদ ) ভেবে দেখ-নেই কোন নির্বাণ লাভের পুণ্যলোক বা স্বর্গোদ্যান ভাবাটা খুব সহজ যদি তুমি চেষ্টা করে দেখ, নেই কোন প্রেতলোক বা যমপুরী উপরিতলের নিচে উপরে আছে কেবলি উদার আকাশ যদি মেনে নেয়া হয়, মানুষেরই মাঝে স্বর্গ-নরক বর্তমান । ধরে নাও কোন দেশের সীমান্তরেখা সেখানে নেই আর এটা খুব অসাধ্য কোন ব্যাপারই নয় এমন কিছু নেই যার জন্য নির্মম হত্যাকাণ্ড হয় এবং নেই কোন ধর্মও যদি প্রত্যাশা করা যায়, সকল মানুষ জীবন যাপন করছে শান্তিতে । তুমি হয়তো বলবে যে আমি স্বপ্নচারী কিন্তু আমি যা বলছি তা মোটেই বিমুর্ত কল্পনা নয় সেই স্বপ্নচারী আমি একা নই আশায় করছি তোমরাও একদিন আমাদের সাথী হবে এবং পৃথিবীতে ফিরে আসবে সংহতি । মনে কর কোন ভোগাবাদ আর ব্যক্তিসম্পত্তি নেই, পারবে তো ভাবতে? থাকবেনা কোন লোভ, থাকবেনা ক্ষুধাও.... শুধুই থাকবে মানুষের সৌহার্দ্যপুর্ণ ভ্রাতৃত্ব, সাম্যের গান যদি মেনে নেয়া যায় – পৃথিবীটা হবে মিলেমিশে সবার । তুমি হয়তো বলবে যে আমি স্বপ্নচারী কিন্তু আমি যা বলছি তা মোটেই বিমুর্ত কল্পনা নয় সেই স্বপ্নচারী আমি একা নই আশায় করছি তোমরাও একদিন আমাদের সাথী হবে এবং পৃথিবীতে ফিরে আসবে সংহতি ।

"Imagine" Imagine there's no Heaven It's easy if you try No hell below us Above us only sky Imagine all the people Living for today Imagine there's no countries It isn't hard to do Nothing to kill or die for And no religion too Imagine all the people Living life in peace You may say that I'm a dreamer But I'm not the only one I hope someday you'll join us And the world will be as one. Imagine no possessions I wonder if you can No need for greed or hunger A brotherhood of man Imagine all the people Sharing all the world.. You may say I'm a dreamer But I'm not the only one I hope someday you'll join us And the world will live as one. জনপ্রিয় ব্যান্ড বিটলস নিয়া নতুন করে লেখার কিছু নাই। এর চার জন সদস্য ছিলেন জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার । যারা গান শোনেন, তারা খুব ভালো করে চিনেন । রক এন্ড রোল এবং পপ সঙ্গীতে তাদের প্রভাবের জন্য তাদের শিল্পসম্মত অর্জনসমূহ, বাণিজ্যিক সফলতা একটি মর্যাদাপূর্ণ আসনে আসীন হয়ে আছে । বিটলস্ এর প্রভাব সঙ্গীতের বাহিরেও ব্যাপ্ত ছিল ।

তাদের পোষাক আশাক, চুলের বিন্যাস, বক্তব্য, এমনকি তাদের পছন্দের সঙ্গীত যন্ত্রসমূহের প্রভাব ১৯৬০ দশক জুড়ে তাদেরকে দৃষ্টান্ত সৃষ্টিকারী হিসেবে তৈরী করে ফেলেছিল । বিটলসের প্রবাদ পুরুষ জন লেনন (৯ অক্টোবর ১৯৪০ – ৮ ডিসেম্বর ১৯৮০) ছিলেন একজন গীতিকার, গায়ক, সুরকার, চিত্রশিল্পী, লেখক, শান্তি কর্মী, অসাধারন প্রজ্ঞার অধিকারী, বিপ্লবী প্রকৃতির এবং বিটলস এর প্রতিষ্ঠাতা । তার নিজস্ব ক্যারিয়ারে লেনন “Imagine” ও “Give Peace a Chance” এর মত অসংখ্য গানের স্রষ্ঠা । বিটলস কিংবদন্তী লেনন "Imagine" গানটির রচনাকারী এবং পারফরমার । ১৯৭১ সালে রিলিজ পাওয়া "Imagine" অ্যালবামের ওপেনিং ট্রাক এটা ।

লেনন নিজেই "Imagine" গানটিকে তার সেরা সৃষ্টি হিসাবে অভিহিত করেন “It's not a new message: "Give Peace a Chance" — we're not being unreasonable. Just saying "give it a chance." With "Imagine" we're asking, "can you imagine a world without countries or religions?" It's the same message over and over. And it's positive” “anti-nationalistic, anti-conventional, anti-capitalistic song” । ১ এপ্রিল, ১৯৭৩ জন লেনন এবং তার স্ত্রী ইয়কো নিঊইরর্কে এক প্রেস কনফারেন্সে কন্সেপচুয়াল রাস্ট্র “Nutopia” পরিচিতি দান করেন । "Imagine" গানটির কনটেন্ট ছিল “Nutopia: The Country of Peace” এর অনুপ্রেরণা । লেনন "Imagine" কে “Nutopia” নামক রাস্ট্রের জাতীয় সংগীত হিসাবে ঘোসনা দেন । “Nutopia” এর “official declaration” - “We announce the birth of a conceptual country, NUTOPIA. Citizenship of the country can be obtained by declaration of your awareness of NUTOPIA. NUTOPIA has no land, no boundaries, no passports, only people. NUTOPIA has no laws other than cosmic. All people of NUTOPIA are ambassadors of the country. As two ambassadors of NUTOPIA, we ask for diplomatic immunity and recognition in the United Nations of our country and its people”. লেনন এর মৃত্যুর ২৯ বছর পরও ৩৮ বছর পুরনো "Imagine" এর জনপ্রিয়তায় সময়ের কোন আঁচড় পরেনি।

শুধু এক প্রজন্ম নয় অনেক প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে মানবতাবাদী ও আন্তর্জাতিকতাবাদী এই গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।