আমাদের কথা খুঁজে নিন

   

আজ প্রিয় ব্লগার অনন্ত দিগন্তের জন্মদিন

~ ভাষা হোক উন্মুক্ত ~
অনন্ত সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে? ব্লগে নতুন এসেই মাতিয়ে দেয়া ব্লগারদের মধ্যে অনন্ত দিগন্ত প্রথম সারিতে থাকবে - একথা বুকে হাত দিয়ে বলতে পারি। ওর কোকড়াচুলওয়ালী সিক্যুয়েল ব্লগগুলোর প্রতিটা পর্ব এক কথায় অসাধারন। গুরুগম্ভীর সাহিত্য নয়, ওর লেখা কোকড়াচুলওয়ালীর প্রতিটা পর্ব যেন পাঠক চোখের সামনে দেখতে পান। এমন করেই অচেনা অজানা এক কোকড়াচুলওয়ালী পিচ্চি বুড়ীকে আমাদের অনেক আপন, অনেক চেনা বানিয়ে দিয়েছেন অনন্ত। অনন্তর সাথে আমার কথা হয় ইমেইলে।

অনন্তই একমাত্র বন্ধু (হ্যা ... অবস্যই) যে আমার লেখা পড়ে আমার গল্প বেলাইনে চলে গেলে হাল ধরিয়ে দিতে সাহায্য করে। খুব সুন্দর একটা মন না থাকলে কেউ এমন কাজ করে? এভাবেই অনন্ত নিজেকে চিনিয়ে দেয় হয়তো সবাইকেই। যারাই ওর বন্ধু, তারা ওকে ভালবাসে, অনেক। ওর ছেলেমানুষী, ওর কষ্ট, ওর আনন্দ, ওর বিশ্বাস ... সবই এই ব্লগে। ব্যক্তিগতভাবে ওর সাথে আমার কথা হয়নি কোনদিন।

ব্লগের ভার্চুয়াল জীবনে দেখা অনন্তটা হয়তো রক্ত মাংসের অনন্ত থেকে আলাদা নয়। আজ, ওর জন্মদিনের এই সুন্দর আনন্দের দিনটাতে তাই ব্যক্তি অনন্ত ও ভার্চুয়াল অনন্ত - দুটি সত্বাকেই শুভকামনা জানাই। শুভ জন্মদিন বন্ধু, শুভ জন্মদিন অনন্ত দিগন্ত। অনেক অনেক সুন্দর হোক, আনন্দময় হোক, উজ্জ্বল হোক তোমার জীবন। এই নাও অনন্ত বাবু, তোমার গিফট ... আর আমাদের জন্য বড়দের খাবার
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।