আমাদের কথা খুঁজে নিন

   

স্টেফোর্ড-৮: তুষার মাখা ক্রিসমাস, কেনা-কাটা আর ঘুরা-ঘুরি ...।

oracle.samu@googlemail.com

ডিসেম্বরের ৪ তারিখে শীত শুরু হয়েছে, অথচ আবহাওয়ার খুব একটা পরিবর্তন নেই। সারা দক্ষিন আমেরিকা-ইউরোপ যখন কুয়াশা আর তুষারের চাদরে ঢাকা, স্টেফোর্ডে তখন রিতীমত চকচকে রোদ। যদিও রোদ বেশীক্ষন থাকছে না, শত হোক ইংলিশ ওয়েদারের সুনাম (!) অক্ষুন্ন আখতে হবে না, তাই এক দিনেই গ্রিষ্ম,বর্ষা আর শীতের আমেজ পাওয়া যাচ্ছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দোকান-পাটগুলতে ক্রিসমাসের রং লাগতে শুরু করেছে। আর ডিসেম্বরে এসে তা আর ঘাড় রুপ নিয়েছে।

কে কত কমে পন্য বিক্রি করতে পারবে এ যেন তারই প্রতিযোগিতা। ক্রিসমাসে শপগুলো ২০-৪০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে অথচ ঠিক উল্ট চিত্র বাংলাদেশে ঈদগুলতে কে কত বেশী দামে পন্য বিক্রি করতে পারবে সেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই সুযোগে আমি একটা সনি ভায়ো সি ডাব্লউ লেপটপ কিনে ফেলেছি, দাম £৬২৯ ( ক্রিসমাস অফার। সাধারন মূল্য £৭৫০)। নভেম্বরের ২২ তারিখে অর্ডার দিয়েছিলাম, পেকেজটা জাপান-নেদার্লেন্ড হয়ে বাসায় এসে পৌছেছে ৯ই ডিসেম্বর।

২১ তারিখ থেকেই আমার ঈদ লেগে গেছে (ঈদের মত আনন্দ আর কি) সেমিস্টারের পেপার সাবমিশন ও প্রজেন্টেশন দেওয়া শেষ। শেষ দিন আমার সুপারভাইজার প্রফেসর বার্নাডিটি শার্প তার ৪ স্টুডেন্টকে দুপুরের খাবারের নিমন্ত্রণ করলেন। এখানকার টিচার-স্টুডেন্ট রিলেশন বেশ ফ্রেন্ডলি, আমাদের দেশের মত গুরু-গম্ভির নয়। আমি প্রজেন্টেশন নিয়ে বেশ চিন্তিত থাকলেও বার্নির কথায় বেশ আসস্ত হলাম, বাকি তিন স্টুডেন্টের কাছে আমার বেশ প্রসংশাও করলেন। ২২ তারিখ রাতে আমার খুশির আর সিমা রইল না, শুরু হয়েছে....অবশেষে শুরু হয়েছে তুষার পাত.... এ এক অপূর্ব দৃশ্য....আমার গুটি কতক শখের একটা পূরণ হল আজ।

পরদিন সকালেই জেকেট-কেডস পড়ে বেরলাম তুষার দর্শনে....। ছবি তোলা আমার নতুন হবি...শুরু করেছি ২০০৭ এর শেষ দিকে। এখন পর্যন্ত সংগি নকিয়া এন৭০ মই মোবাইল ফোনের কেমেরা কিন্ত মনে হচ্ছে আর বেশী দিন ওটার সার্ভিস নিতে হবে না। নতুন কেমেরা কেনার অর্ডার দিয়েছি সনি ডিএসসি এইচ-২০ দাম £১৮৩, এটাও ক্রিসমাস অফার। আশা করছি জানুয়ারীর ৩-৪ তারিখেই হাতে পেয়ে যাব।

তখন আর ঝক-ঝকে ছবি দিতে পারব ইনশাল্লাহ্। ক্রিসমাস ডে বেশ ভালই কেটেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত কেভিন (আমার বাড়ি ওয়ালা) আর তার ছেলে ফেজারের সাথে শুখবোরো পার্কে বেড়িয়েছি। দুপুরে ও রাতে নিজেদের রান্না করা পোলাও মুরগির রোস্ট ও ফুলকপি-আলুর কোরমা সহযোগে ভূরি-ভোজ। ২৬ তারিখ মানে বস্কিং ডে থেকেই শুরু হয়েছে আমাদের মূল কেনা-কাটা..শপগুল এখন ৫০-৭০% ছাড়ে পন্য (মূলত কাপড়-গহনা ইত্যাদি) বিক্রি শুরু করেছে। গত দুই দিনে £১০০ কেনাকাটা করলাম।

বেশ আনন্দে শপিং করছি £৭০ এর নাইকি কেডস £২৮ কিনতে পারলে কার না আনন্দ হবে বলুন ? মাঝে মাঝে ভাবি আহা এটা যদি বাংলাদেশে সম্ভব হত ........... ও হ্যা কেনা কাটার ফাকে শহরের মাঝ খানের ভিক্টোরিয়া পার্কেও গিয়েছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।