"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)
(- ছেলে = মেয়ে)
=তোমাকে তো একদিন আমাদের বাসায় নেয়া দরকার। কীভাবে যে নিই...
-চল একদিন হুট করে তোমাদের বাসায় চলে যাই।
=তো! গিয়ে কী বলবে শুনি?
-তোমার আব্বু আম্মুকে বলব...(বিরতি)
=কী বলবে?
-বলব আমি... আমি... আমি...
=বল আমি কী?
-আমি... আমি...
=হা হা উনি এখানেই বলতে পারছে না আবার আব্বু-আম্মুর সামনে!
-বলব আমি পানিপ্রার্থী!
=আম্মু তোমাকে ঝাঁটাপেটা করবে।
-বল কী! উনি কী সবসময় ঝাড়– হাতে ঘোরেন না কী? পালানোর সময় পাওয়া যাবে না?
=ঐ কথা এভাবে কেউ বলে?
-আমি তো খারাপ কিছু বলিনি।
=তাও বিয়ের কথা এভাবে কেউ বলে না।
-আশ্চর্য আমি তো বিয়ের কথা বলিনি!
= মুর্খ! পানিপ্রার্থী মানে বোঝ?
-বুঝব না কেন? যে পানির জন্য প্রার্থনায়...! (না জানার ভাণ)
=কচু বোঝ! পানিপ্রার্থী মানে হল কাউকে বিয়ে করতে চাওয়া...
-মানুষ তো বিরাট ভুল করে ফেলছে তাহলে!
=কী
-বিয়ের প্রতীক দিছে প্রজাপতিরে...বিয়ের প্রতীক তো দেয়া উচিত ছিল চাতক পাখি কে...
=কেন?
-মুর্খ! চাতক পাখিই তো সবসময় পানিপ্রার্থী থাকে। ...আহারে চাতক পাখি... ... ...
আচ্ছা শোন তোমার আব্বু-আম্মুর সাথে দেখা করার একটা বুদ্ধি পেয়েছি।
=কী
-আমি তোমাদের বাসার সামনে গাছটার নীচে দাঁড়িয়ে তোমাকে মিসকল দেব। তুমি তোমার আম্মু কে না থুক্কু ওনাকে না তোমার আব্বুকে বলবে “আব্বু চাতক পাখি দেখবে?” যেহেতু এই পাখি বিরল তাই উনি বলবেন “কই?” তুমি জানালা দিয়ে আমাকে দেখিয়ে বলবে “ঐ যে!” উনি বলবেন এই চাতক পাখি কী চায়? তুমি বলবে “পানিপ্রার্থী!” উনি বলবেন “বলিস কী?” তুমি বলবে “ পানিপ্রার্থী মানে বাসায় এসে একগ্লাস পানি খেতে চায়”। তোমার আব্বু বলবে “কেন ওর বাসায় কী পানি নাই! বাসায় না থাকলে হোটেলে গিয়ে খাক... এখানে কেন?” তুমি বলবে “কী হয় আব্বু মানুষকে একগ্লাস পানি খাওয়ালে? সওয়াবই তো হবে তাই না!” তখন তোমার আব্বু একটু ভেবে বলবে “আচ্ছা নিয়ে আয়।
” ব্যস কেল্লা মানে তোমাদের বাসা ফতে!
=কবে যাবা তাহলে
-বলতো কাল বিকেলেই।
=তাহলে পরশুই বোধহয় আমাদের নতুন একটা ঝাড়– কিনতে হবে!
-কেন? তোমার আব্বুও কী...
=উুঁহু চাতক পাখি দেখিবামাত্র আব্বু আম্মুকে স্মরণ করবেন কারণ বিরল কোন কিছু উনি প্রথম আম্মার সাথেই শেয়ার করেন! আর এরপর বোঝই তো ঝাড়–টার দফারফা হয়ে যাবে! সেজন্যই পরশু নতুন একটা ঝাড়– কিনতে হবে!
-তাহলে আর তোমার আব্বু-আম্মুকে চাতক পাখি দেখিয়ে কাজ নেই! শুধু শুধু নতুন একটা ঝাড়– কেনা...
আর ঝাড়–র দামও যা ... ইদানীং এমন বাড়া বাড়ছে... থাক গিয়ে কাজ নেই...
মনু এককাজ কর পানি তুমি আমাকে এখনই খাওয়াও!
=মানে?
-আরে সামনে চেয়ে দ্যাখ কোকের গাড়ী যাচ্ছে! ঐ যে ফস্ পানি! (সংলাপ-১৪ দ্রষ্টব্য)
= প্রেম যেহেতু আছে খাওয়াচ্ছি তবে বিয়ের বেশ কিছুদিন পর কোকাকোলা কিন্তু আর ফস করে না!
-অবশ্য ততোদিনে চাতক আর পানিপ্রার্থী থাকে না!
= কী থাকে তাহলে?
-ব্যস্ত থাকে। ঝাড়– হাতে আরেক চাতককে ধাওয়া করার জন্য!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।