"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
আমি সেই তোমাকেই খুঁজি
ছায়াপথ ধরে হেঁটে যেতে যেতে
যে তারাটি খুঁজি আমি আকাশের গায়ে,
পাইনি খুঁজে। তোমার রূপের আলো নিয়ে
জ্বলেনি কোন তারা, ছিলনা নূপুর কারো পায়ে।
উল্কার সাথে মিতালী করেছি, ছুটেছি গ্রহ থেকে গ্রহান্তরে
কত নক্ষত্রের মায়াবী হাতছানি, উপেক্ষা করেছি অনায়াসে।
যে ভালবাসা দিয়েছো তুমি,
কে দেবে সেই ভালবাসা- এই পোড়া অন্তরে!
সপ্তর্ষির আঙিনায় মাদুর পেতে
ডেকেছিল অরুন্ধতি, প্রগাঢ় মমতায়;
বলেছিল- যেতে যেতে যদি মনে পড়ে আমায়,
এসো তবে, আমি আছি তোমারই অপেক্ষায়।
অভিমানী স্বাতী, দূর থেকে শুধু হাত নেড়েছিল,
কাছে ডাকবার ছিলনা উপায়,
অন্তরদাহ ছিল যে তারও, জাগতিক ভালসাসায়;
কত আলোকবর্ষ কেটেছে তারও গভীর বিরহ জ্বালায়।
আমি শুধু তোমাকেই খুঁজি, যে তুমি হারিয়েছো
মাটির বুকে, পথের ধূলায়;
মিশে গেছো আকাশের লক্ষ তারায়।
আমি সেই তোমাকেই খুঁজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।