আমাদের কথা খুঁজে নিন

   

Lux চ্যানেল আই সুপারস্টার, Body Language টা অনেক বেশী Important

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

টিভির সামনে খুব কম বসা হয়। একটু আগে দেখলাম ছোটোবোন টিভি দেখছে। একটা হিন্দি চ্যানেল দেখছিলো। আমি যাওয়াতে চ্যানেলটা বদলিয়ে চ্যানেল আই দিলো। আমি কিছু বললাম না।

আমি মূলত পেপার পড়তে ওখানে গিয়েছিলাম। হঠাৎ কানে ভেসে আসলো, মডেলিং এ body language টা অনেক বেশী Important. আমি টিভির দিকে তাকালাম। হুমম, কয়েকটা মেয়ে কক্সবাজার যাচ্ছে ফটোসেশনের জন্য। কিছুক্ষন পর দেখলাম বেশ expression আর body language show করার চেষ্টা করছে এবং ছবি তুলছে। কিন্তু আমি ওদের body language টা বুঝতে পারলাম না! আমার কাছে ওদের expression টা পুরুষের লালসার জন্য expressed বলে মনে হল।

এটা শুধুই আমার মতামত। স্বাধীন দেশে এইটুকু মতামত প্রকাশ করার স্বাধীনতা আমার আছে। ওদের body language টা বাইরের দেশের কিছু নোংরা স্টারদের মতো মনে হলো! বাইরের দেশের একজন ফটোগ্রাফার আমাদের ভবিষ্যৎ স্টারদের ছবি বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় তুলছেন আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে, অবশ্যই বাংলা কোনো গান নয়, ইংরেজী, রক্ত গরম করা গান। বাংলাদেশে কি ভালো ফটোগ্রাফার আছে!! আর বাংলাদেশের কোনো গান কি মডেলিং এর ব্যাকগ্রাউন্ডে দেয়ার জন্য যোগ্য! এই ধরনের মডেলিং এ বাংলা কোনো গান ব্যাবহার তারা করে নাই এজন্য তাদেরকে ধন্যবাদ। কয়েক বছর আগে মনে হয় Lux চ্যানেল আই সুপারস্টার দেখা হতো।

তখন দেখেছিলাম বাছাইকৃত হবু স্টারদের দিয়ে নাটক, কবিতা, গান অথবা ক্রিয়েটিভ কিছু দেখানোর চেষ্টা করা হতো। আর এখন কি করা হচ্ছে! হয়তো নাটক, কবিতা গান আছে, তবে নতুন যা এড করা হচ্ছে সেটা কাদের সংস্কৃতির দিকে যাচ্ছে? আমার ছোটো বোনটাকে আমি হিন্দি চ্যানেল দেখতে নিষেধ করি। আমার কাছে মনে হচ্ছিল ছোটোবোনটাকে বলি হিন্দি চ্যানেলই দেখ। আমরা যখন বাইরের দেশের সংস্কৃতিই অনুসরন করতে যাচ্ছি তখন তোকে শুধু শুধু বকা দিয়ে লাভ কি। আমাদের বিচারককেও তো অনেক খুশী দেখলাম।

দু’জন বিচারক আমার খুব প্রিয়। একজন আফসানা মিমি আর একজন সূবর্ণা মুস্তাফা। সূবর্ণা মুস্তাফার কথা যখন চলেই আসলো তখন তাকে নিয়ে একটা সমালোচনা করে যাই. . . কোনো একটা নাটকে তার স্বামী (সম্ভবত পিযূস)তাকে আর ইন্তেখাব দিনারকে নিয়ে বাজে কিছু ভাবার চেষ্টা করছিলেন। ইন্তেখাব দিনার ছিলেন সূবর্ণা মোস্তাফার ছেলে/মেয়ের টিচার। সূবর্ণার স্বামী যখন ইন্তেখাব কে নিয়ে সন্দেহের কথা প্রকাশ করলো তখন সূবর্ণা বলেছিলো, ”ছিঃ একথা তুমি চিন্তা করতে পারলে! ও আমার ছোটো ভাইয়ের মতো!” আমি ঐ ডায়ালগটা শোনার পর হেসেছিলাম।

কেনোনা ঐ নাটকটা প্রচার করার বেশকিছুদিন আগেই সূবর্ণা মুস্তাফা নতুন বিয়ে করেছিলেন এবং ছোটোভাইয়ের মতো বয়সী কাউকেই, হা হা হা। বিয়ে করাটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। তবুও, আমার কাছে মনে হয় সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের এই ব্যাপারগুলোতে সাবধান হওয়া উচিৎ। আমাদের সংস্কৃতিতে এরকম ঘটনা কম ঘটে । সুতরাং যারা ঘটায় তাদেরকে সবার কাছে জবাবদিহিতা করা উচিৎ।

প্রয়োজনে আইন করা উচিৎ। কেনোনা, তাদের আচরণ অথবা তাদের ব্যাক্তিগত ব্যাপার যদি আমাদের দেশের সংস্কৃতির উপর প্রভাব ফেলে তবে ক্ষতিটা তাদের হবেনা, দেশের অথবা দেশের মানুষেরই হবে। অন্য প্রসঙ্গে চলে গেলাম বোধহয়! আসলে লিখতে বসলে সব একসাথে তালগোল পাকিয়ে লিখতে ইচ্ছে হয়। যাই হোক, যারা মডেলিং এ body language ব্যাবহার করে কিছু বলতে চায় তাদের জন্য তো রয়েছেই সেইসব পুরুষ। সেইসব পুরুষদের কথা না হয় বুঝেই নেন।

আমি আমাদের দেশে মোনালিসা অথবা মৌ এর মতো মডেল এখনো পাই নি! এই দু’জন তাদের body language দিয়ে নয়, দক্ষতা এবং শিল্পগুনের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করেছিলো। সবকিছুর মধেই শিল্পগুন থাকা আবশ্যক। body language এর মধ্যেও হয়তো শিল্পগুন আছে, তবে তা প্রকাশ করতে গিয়ে হয়তো বাজে কোনো ইঙ্গিত প্রকাশ পেয়ে যেতে পারে, যা আমাদের দেশের সাথে খাপ খায়না! --------------------------------------------------------------------------- মডেলিং পেশাটা অন্যরকম। আর সুপারস্টার ব্যাপারটাই অন্যরকম। কে না চায় যে সে সুপারস্টার হবে।

তবে আমাদের সাংস্কৃতিমনা ব্যাক্তিদেরকে বলছি, দেখবেন সুপারস্টার বানাতে গিয়ে আমাদেরকে যেনো আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলতে না হয়! বিশ্বসুন্দরী প্রতিযোগীতার মতো আমাদের সুপারস্টারদেরকে যেনো টুকরো কাপড় পড়ে body language প্রকাশ করতে না হয় সেদিকে একটু খেয়াল রাখা উচিৎ! আপনারা যেভাবে এগুচ্ছেন তাতে তো মনে হচ্ছে তাদেরকে এভাবে দেখতে হলে হয়তো আমাদেরকে খুব বেশী হলে ১০ বছর অথবা এর চেয়েও কম সময় অপেক্ষা করতে হবে। বলতে পারেন আপনারা, তখন আমাদের সেই বদলে যাওয়া সংস্কৃতির জন্য আমি অথবা আমরা কাকে দায়ী করবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।