আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
তোর কপালের টিপ
টিপ শুধু নয় কাছে ডাকার
রহস্যময় দ্বীপ
সেই দ্বীপে এক বন
যেই বন পথ হেটেই আমার
হারিয়ে গেছে মন
সেই বনে এ পাখি
তোর মায়াময় রুপ নিয়ে রোজ
করছে ডাকাডাকি
দ্বীপের সাথে নদী থাকে
নদীতে নাও যদি থাকে
সে নাও নিয়ে মাঝ নদীতে
ভাসবো আমি ঠিক
কি ক্ষতি বল হবে তাতে
জোসনাময় এক চাঁদনি রাতে
তোর কপালের টিপ নদীতে
হারাই যদি দিক ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।