আমাদের কথা খুঁজে নিন

   

মনে হয় জীবন রোদেলা



অনন্ত মায়ার মতো ডুব স্নানে কেটে গেল বেলা যদিও আঁকড়ে ধরা চোরাস্রোত,নিঃশব্দ আকুতি কেমন নাছোড় এই আপন্ন হৃদয় ঠেসে দেয় নিউরন,মস্তিষ্ক সংকেত, ভয় জানে বরাভয় নেই-পাবেনা নিষ্কৃতি বাসনা বিস্তৃতি পায় তবু,মনে হয় জীবন রোদেলা। ভাঙতে ভাঙতে তবু উপচে ছিটিয়ে যায় শ্যাম্পেনের মতো স্বল্প এ-জীবন বৃত্ত ভেঙ্গে যায়, বাসনার মতো অবিরত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।