আমাদের কথা খুঁজে নিন

   

ফের আক্রান্ত নিউ ইয়র্ক টাইমস

ফেইসবুক পেইজে পত্রিকাটি জানিয়েছে, সাইটটিতে কিছু সমস্যা দেখা যাচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টায় এ সমস্যার শুরু হয়। এর আগে ১৪ অগাস্ট নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইটে ‘কারিগরি ত্রুটি’ দেখা যায়।
বিশ্লেষকরা জানিয়েছেন, সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ‘সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি’ এ আক্রমণ ঘটাতে পারে। ওয়েবসাইটটি অফলাইনে থাকায় নিউ ইয়র্ক টাইমসের নতুন সংবাদগুলো ফেইসবুক পেইজে আপলোড করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান তথ্য কর্মকর্তা মার্ক ফ্রন্স বলেন, সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি গ্রুপের হ্যাকাররা এমন ঘটনা ঘটাতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল। এ জন্য তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ইমেইল আদানপ্রদানে আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন।
সাইবার সিকিউরিটি ফার্ম ম্যাকাফির প্রধান টেকনোলজি অফিসার মাইকেল ফে বলেন, সংবাদমাধ্যমগুলো যে সংবাদ পরিবেশন করে, কিছু ক্ষেত্রে সেগুলো নানা বিতর্কে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। এ জন্য সাইবার আক্রমণের ঘটনাগুলো ঘটছে বলেও তিনি মন্তব্য করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।