আউলা হয়ে বসে আছি তোমার আলয়
সাজানো গোছানো তুমি কোন নিরালায় ।
অনিয়ম ঘটে যায় বেলায় বেলায়
ফেলে আসা কাল দেখি কেটেছে খেলায় ।
তবু জঘণ্য প্রশ্রয়ে রাখো বিনয়ী আশ্রয়
মনিব মুক্ত দাসী ভাবে এটাই সাশ্রয় ।
সখা রাখো পদ সামান্য জলের জঙ্ঘায়
উনুনে পাবে আমায় পূর্ণ সন্ধ্যায় ।
কিভাবে ধরি ধারা তোমার প্রণয়
বক ভুলে শিকার তোমার মাহাত্ন শোনায় ।
আমি আউলা বাতাসে বা কাঁশের ঘৃনায়
দূরে দাঁড়ানো কারবালা কারা যেন আবার শানায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।