বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়েছে।
রাজধানীর সিভিল এভিয়েশন সদর দফতরে আজ বৃহস্পতিবার সকালে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে আগামী নভেম্বর থেকে ঢাকা-ইয়াঙ্গুন রুটের বিমান চলাচল চালু হবে। এছাড়া এই চুক্তির মাধ্যমে প্রায় প্রতিদিনই ঢাকা-ইয়াঙ্গুন রুটের ফ্লাইট পরিচালনা করতে পারবেন দুই দেশের বিমান সংস্থাগুলো।
চুক্তি স্বাক্ষর শেষে মিয়ানমারের প্রতিনিধি দলের প্রধান আশা প্রকাশ করে বলেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্পের আরো প্রসার ঘটবে।
এদিকে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিমান সংস্থাগুলো ঢাকা- ইয়াঙ্গুন রুট ছাড়াও ইয়াঙ্গুন থেকে অন্যান্য গন্তব্যে যাত্রী পরিবহনের সুবিধা পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।