আমাদের কথা খুঁজে নিন

   

দুই ব্লগারের শুভ বিবাহে শুভ+ইচ্ছা

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

দুইজন ব্লগার। একজন অবশ্য ব্লগে লেখে না আর। ব্লগ নিকটিই মনে হয় মুছে ফেলা হয়েছে। ব্লগ নিক মুছলে কি হবে, ঠিকই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাও আবার আরেক ব্লগারের সাথে।

গতকালই তাদের বিয়ের অনুষ্ঠানটি হয়ে গেল। ব্লগের দুই ব্লগারের বিয়েতে শুভেচ্ছা ও শুভকামনা থাকলো। ও ভালো কথা, বলাইতো হয় নি কারা সেই ব্লগার! একজন হচ্ছে সবাক। সবাক নিকটি দিয়ে ব্লগিং শুরু করলেও এখন তার নিক 'আমি রোদের ছেলে। এই রোদের ছেলে যাকে বিয়ে করেছে তার নাম 'রাহামনি বৃষ্টি'।

রোদ আর বৃষ্টি যে ঠিক কিভাবে মিলেলো বুঝতে পারলাম না। হা হা হা অবশ্য রাহামনি বৃষ্টি'র পোস্টের কিছু কবিতা যে রোদের ছেলে লিখে দিয়েছে, তা সন্দেহ করা যায়। বিষয় আষয় যাই হোক বিয়েটা দুই ব্লগারের। তাই ব্লগে পোস্ট লিখেই শুভেচ্ছা জানালাম। শুভ হোক অনাগত ভবিষ্যৎ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।