আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই -১-
সরকারের আচরন এখনো আমার কাছে ভালো ঠেকছে না। আইনপ্রনেতার নিয়ত খারাপ না হলে এইরকম আইন করলো কেন যেখানে খুন- গণধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোন রায় থাকার সুযোগ থাকাটা কি সন্দেহজনক নয়? আলোচিত সংশোধিত আইনে আমি তাই বগল বাজাইতে পারলাম না, দুঃখিত। উপরন্তু 'সংগঠন' এর বিরুদ্ধে প্রমান পেলে শাস্তি নিষিদ্ধ করার বিধান না রাখা সন্দেহজনক।
মনে রাখতে হবে এই সরকার শাহবাগে মানুষ না নামলে এতসব দৌড়ঝাঁপ লাগাতো না।
-২-
তো যা বলছিলাম, আমার পুর্বের লেখাতে আমি উল্লেখ করেছিলাম যে থাবা বাবা'কে হত্যার পরিকল্পনা জামাতের ইন্টেলেকচুয়াল পেশাজীবিদের থেকে নির্ধারন করে তা বাস্তবায়ন করা হয়েছে যা আজ কালেরকন্ঠেও স্বীকার করে একটি সংবাদও এসেছে।
আমার পূর্ববর্তী লেখা ও কালেরকন্ঠের লেখাটি মিলিয়ে বলছি:
অনুসন্ধানে জানা যায়, শুক্রবার রাতে(থাবা বাবা হত্যার আগে) রাজধানীর ইস্কাটনে আল-বারাকা কিডনি হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এক গোপন বৈঠকে মিলিত হন জামায়াতপন্থী কয়েকজন চিকিৎসক নেতা, একজন ব্যাংক কর্মকর্তা, একাধিক আইনজীবী, একটি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, একজন সাংবাদিক নেতাসহ ১৮-২০ জনের একটি গ্রুপ। বুয়েটেও জামাতি শিক্ষকেরা শহীদ মিনার সংলগ্ন মসজিদে থাবা বাবাকে হত্যার দিন সকালে মিলিত হয়।
এর পরদিন ল্যাব এইড হাসপাতালের জামায়াতে ইসলামীর সতীর্থ একজন চিকিৎসকের কক্ষে রাতে আরেক দফা বৈঠক হয়।
এখানে ছিলেন জামায়াতপন্থী পাঁচ-ছয়জন চিকিৎসক ও শিক্ষক।
আওয়ামী সরকার এসব জেনেও তাদের ধরছে না। ফারাবীকে নাকি খুজে পাওয়া যাচ্ছে না!
-৩-
শাহবাগ আন্দোলন দুই প্রধান রাজনৈতিক দলকে থাবড়া মেরে দেখিয়ে দিয়েছে কিভাবে গণতন্ত্র চর্চা করতে হয়, জনগনের চাওয়া তারা প্রতিনিয়ত আপডেট থেকে ঘোষনা আকারে সবাইকে জানাচ্ছে। যদিও আমার ব্যাক্তিগত অভিমত হল, এত নরম না থেকে গরম হতেই হবে। একজায়গায় বসে না থেকে সবাইকে কাজে লাগাতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।