সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
স্থানীয়ভাবে পাঁচ লাখ টন গম উৎপাদনের পরও চলতি বছর দেশে আমদানি হয়েছে প্রায় ৩৬ লাখ টন গম। সে হিসাবে ৩৫ লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে চলতি বছর দেশে মজুদ হয়েছে ছয় লাখ টন বেশি গম। চট্টগ্রাম বন্দরে গম নিয়ে অবস্থান করছে আরও দুটি জাহাজ। পাইপলাইনে আছে আরও অন্তত এক লাখ টন। জায়গা না পেয়ে কোনো কোনো আমদানিকারক গম রাখছেন খোলা আকাশের নিচে। কারণ চট্টগ্রামের সাড়ে পাঁচশ' গুদামের পাঁচশ'টিই ইতিমধ্যে ভর্তি হয়ে আছে গমে। রহস্যজনক কারণে তারপরও দেশে বাড়ছে গম থেকে তৈরি আটা ও ময়দার দাম। টিসিবির হিসাব অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে আটা ও ময়দার দাম বেড়েছে কেজিতে তিন টাকা পর্যন্ত! হঠাৎ এমন দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ জানা নেই কারোরই।
http://www.shamokal.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।