আমাদের কথা খুঁজে নিন

   

আই এম অল্ড এনাফ টু সে নো টু এ ওমেন

আমাদের ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয় আজ আমি উপলব্ধি করছি আমার যৌবন আসেনি। এক লাফেই বুড়ো হয়ে গেছি। কারণ আমি ‘না’ বলতে পারি। তখন আমি অনার্সে পড়ি, পরীক্ষা দিতে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে। রাস্তা পার হব কিন্তু সুযোগই মিলছে না, একের পর এক গাড়ি আর রিকশা চলে যাচ্ছে।

কেউ ভাবছে না ব্যাটাকে একটু পার হতে দেই। এমন সময় এক তরুণী (অষ্টাদশী অনুমান করি) বলল, ভাইয়া রাস্তাটা পার হতে পারছি না। আমি মনে মনে ভাবলাম, তোমার জন্য আমি দেরি করতে পারবো না। আমাকে ঝুঁকি নিয়ে এর মধ্যেই পার হতে হবে। কারণ আমার দেরি হয়ে যাচ্ছে।

চট করে পার হলাম স্বার্থপরের মত। পেছন থেকে শুনলাম, ভাইয়া..... আরেকবার এক সহপাঠী (নী) বলল তার চোখের ময়লা বের করে দিতে। আমি সেবারও না বললাম। এইতো সেদিন বৃষ্টির মধ্যে বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি। বেশ লড়াই করে সিএনজি বেবী ঠিক করে উঠে পড়লাম।

একটি সুন্দর মুখ এসে বলল: এক্সকিউজ মি। আপনি কি .....এর দিকে যাচ্ছেন? আমি বলে দিলাম, না। হাতে সময় ছিল। নিয়ে গেলেও হত। কিছুটা সময় অন্তত পাশাপাশি... তালিকা আরও লম্বা করা যায়।

আজ থাক। বাট আই এম অল্ড এনাফ টু সে নো টু এ ওমেন। তাই আমি একা। সুযোগ কমবেশি সবারই আসে। সবাই ব্যবহার করতে জানে না।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।