আমাদের কথা খুঁজে নিন

   

|| ভ্রম ||

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !
গতিময় দিনের শেষে যখন ক্লান্তিরা ভর করে এ দেহে, যখন দু চোখ বুজে তৈরি হয় নিকষ কালো আঁধার, তখনও এলোমেলো নিউরনের দল তোমার অস্তিত্বের অনুসন্ধান করে চলে ! অস্তিত্ববিহীন তোমাকে পাবার আকাঙ্ক্ষা এ যেন শামুকের মাঝে মুক্তো খুঁজে চলা ! তবুও মিথ্যে আশারা আশা বাঁধে এ বুকে হয়তো তারাও কোন এক সময় ভেঙ্গে যাবে বালির বাঁধের মতো নিমিষেই ! - একজন আরমান ২১/০৮/২০১৩ রাত ১২:২২:০১ সাইট লিংক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।