আমাদের কথা খুঁজে নিন

   

আস্তিক,নাস্তিক, সমসাময়িক

আপনি একটু পিছন ফিরে তাকালেই দেখতে পাবেন যখনই কোন আন্দোলনে গন জোয়ার আসে এবং একটা পক্ষ নিশ্চিত পরাজয়টা টের পায় তখনি সেই পরাজিত শক্তিটি শেষ কামড়টি বসায় ধর্মের উপর। সেই কামড়ের চূড়ান্ত রুপ হচ্ছে দাঙ্গা। নজিরটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ব্রিটিশ শাসন আমলের শেষ ভাগে হিন্দু মুসলিম দাঙ্গা, এরপর পাকিরাও চেষ্টা করেছিল (আমার বিশ্বাস ওরা এখনও ৭১এর যুদ্ধটাকে হিন্দু মুসলিম দাঙ্গা ভাবতেই ভালবাসে)। আমার যদি ভুল না হয় ৯০ এর গনআন্দোলনের সময়ও মনে হয় দুএকটা চেষ্টা করা হইছিল(?)।

মূল বেপার হচ্ছে কুচক্রিরা সবসময়ই নিজেদের অস্তিত্ব টিকাতে সব শেষে তুরুপের এই তাসটিই ছাড়ে এটা আমরা আগেই জেনেছি। সে যাই হোক, কি জন্য এত ইতং বিতং করছি সেটা বলছি। আমাকে প্রতিদিনই বিভিন্ন জায়গায় যেতে হয় কাজের জন্য এবং প্রসঙ্গক্রমেই আমার সাথে চেনাজানা, সদ্য পরিচিত, বা অপরিচিত বিচিত্র শ্রেণীপেশার মানুষের সাথে কথা হয় শাহবাগের গন মানুষের আন্দোলন কে নিয়ে। মানুষ কে বুঝতে হলে সরাসরির কথা বলার কোন বিকল্প আছে বলে আমি মনে করি না। যা হোক গত ১৫দিনে আমার সাথে কম করে হলেও ১০০ মানুষের সাথে কথা হইছে।

এই ১০০ মানুষের মধ্যে কিছু সংখ্যক ছিল যারা এই আন্দলন কে নিয়া বিরূপ মন্তব্য করত এবং বিভিন্নভাবে আন্দোলনের উদ্দেশ্য নিয়া প্রশ্ন করত। প্রশ্ন গুলোর ধরন নিশ্চয়ই বুঝতে পারছেন। দাঁড়ান ২/১ টা উদাহরণ দিচ্ছি, ১ পদ্মা সেতু, ২ সাগর রুনি ৩ শেয়ার মার্কেট ৪, এত টাকা কইত্তা আসে, ৫ খাবার। আরও শুনবেন ? আমার মনে হয়না তার আর দরকার আছে আপনি এতক্ষণে নিশ্চই বুজছেন। ঘটনার টাসকি শুরু হইল গত দুই দিন থাইক্কা।

এই লোক গুলা এখন আর কেউ পুরান পেচাল পারে না। এখনকার সুর পুরাই ভিন্ন আর সেই সুর হচ্ছে ধর্মের সুর। যেই লোক গুলা পশ্চিম দিকে ফিরে শেষ কবে পাছার (আছার) খাইছে সেই দিন তারিখ ঠিকভাবে বলতে পারে না তারা হঠাতই ধর্মভীরু হইয়া উঠল আর শাহবাগের সকল নাস্তিক। আরও হাঁসি পাইল যখন এই বিতর্কে আজকে এক বন্ধু রেফারেন্স হিসাবে কাদের সিদ্দিকির বক্তব্য তুলে আনল। হায়রে কাদের তুই এত নিচে নামবি ছিঃ ছিঃ ... তোর মুখে একদলা থু।

উনিও নাকি জানাজার তাকবীর শিক্ষায় :p । বন্ধুদের বলছি, শত্রুর পিঠ দেয়ালে ঠেকে গেছে। ওরা তুরুপের শেষ চাল দিতে মরিয়া। ওরা জানে ওদের পরাজয় নিশ্চিত। এখন শুধু অপেক্ষা করছে শেষ কামড়ে আমাদের যতটুকু ক্ষতি করে নেয়া যায়।

ইতিহাস থেকে এই দীক্ষা যে আমরা আগেই নিয়েছি সেটা কিন্তু ওরা জানেনা। জয় বাংল। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।