আমাদের কথা খুঁজে নিন

   

:::: স্পেশাল ইফেক্টের প্রতিশ্রুতি ত্রি-ডি আভাতারে ::::

আমি হয়ত মানুষ নই,মানুষ হলে আকাশ দেখে হাসব কেন...

টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরুন ‘আভাতার’ সিনেমাটির মাধ্যমে তাঁর দর্শকদের চমক দিয়েছেন৷ সিনেমাটি মুক্তি পায় ১৮ ডিসেম্বর৷ হলিউডের খ্যাতনামা পরিচালক জেমস ক্যামেরুন মনে করেন তাঁর পরিচালিত ‘আভাতার' সিনেমাটিতে যে বিভিন্ন স্পেশাল ইফেক্টের ব্যবহার করেছেন তিনি তা দর্শকদের আড্রোনালিন সঞ্চারনের মাত্রা বাড়িয়ে দেবে৷ ১,২০০ কোটি রুপি বাজেটের সায়েন্স-ফিকশন এপিক এই সিনেমাটি এ যাবৎকালের সবচেয়ে ব্যয় বহুল৷ ক্যামেরুন বলেন, তিনি সেই সব জিনিস তাঁর দর্শকদের দেখাতে চান যা তাঁরা স্বপ্নে দেখেছেন কিন্তু কোন সিনেমায় দেখেননি৷ এ এক এমন অভিজ্ঞতা যা প্রাত্যহিক জীবনের বাইরে, পৃথিবীর বাইরে বা শরীরের বাইরে৷এটি একটি দৃশ্যের, একটি বাস্তবতার এবং অব্যশই একটি আবেগের যাত্রা৷ সিনেমাটি জেমস ক্যামেরুন এবং ভিন্স পেসের তৈরি ফিউসন ডিজিটাল ত্রি-ডি ক্যামেরায় চিত্রায়ণ করা হয়েছে৷ বিশ্বজুড়ে সিনেমাটি টু-ডি এবং ত্রি-ডি দু ভাবেই ছাড়া হয়েছে৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।