যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
সম্প্রতি সরকার টক শো সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করে নির্দেশনা দিয়েছে, ‘টকশোগুলো অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে প্রচারিত হওয়ায় দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। এজন্য চ্যানেলগুলোকে নির্দেশনাদানকারী কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং টেলিভিশন কর্তৃপক্ষকে গাইড লাইন মেনেই টকশো চালানোর অঙ্গীকার করতে হবে। ’
আমার ব্যক্তিগত মতামত টিভি চ্যানেল গুলো থেকে এই সব সস্তা বস্তার টক শো বন্ধ করা হোক ।
আমাদের জাতি জ্ঞান দানে বড্ড উদার, ফাও ফাও এই সব জ্ঞান দাতারা বাস্তব কি ঘটাতে জানেন তা আমরা ভালোই জানি কিন্তু টক শো তে এলেই তারা হাতি ঘোড়া মারতে শুরু করেন , তা তিনি বর্তমান কিংবা অবসর প্রাপ্ত মন্ত্রী আমলা যেই হোননা কেন ।
আর টেলিভিশন চ্যানেল ওলারাও এমন সস্তায় চ্যাঙ্ক পূরণ করতে ব্যাপক ব্যস্ত !!
টক জাতীয় সংকট কিংবা গুরুত্বপূর্ণ সময়ে আসতে পারে দিনে তিনবার নয় । তাই টকশো নয় । এই সব প্যাচাল দেখতে চাই না । টক শো নয় হোক টক-ঝাল-মিষ্টি শো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।