আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষ দিলাম!!!!

সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই

আজ অনেক দিন পর ব্লগে এলাম। আশা করি এবার নিয়মিত ব্লগে লিখতে পারব। আজকে একটি বিশেষ কৌতুক বলব তার সাথে মিল রেখে একটি সত্যি ঘটনা বলব। কৌতুক: এক লোক নতুন ঢাকায় এসেছে। মতিঝিলে এসে এত বড় বড় দালান দেখে সে তো অবাক।

সে একটি দালান কত তলা তা গুনতে শুরু করল। গুনা শেষ হলে একজন লোক তাকে দেখে বলল লোক: তা ভাই কত তলা পর্যন্ত গুনলেন? গ্রামলোক: ভাই ১০ তলা পর্যন্ত গুনেছি। লোক: তাহলে ১০ টাকা দিলেই হবে। এবার গ্রাম্যলোক টি ১০ টাকার নোট দিয়ে মনে মনে বলল- গুনেছি ২০ তলা পর্যন্ত , হা হা ১০ টাকা লাভ। সত্যি ঘটনা: আজ গিয়েছিলাম বিজি প্রেস এর ফরম ও প্রকাশনা বিক্রয় ভবনে একটি গেজেট কেনার জন্য।

এখানে রিশিপসিনিস্ট বলে ভিতরে গিয়ে দাড়িযে অপেক্ষা করছি তখন তাদেরই একজন এসে বলল "ভাই কিসের জন্য এসেছেন ?" আমি বললাম একটি গেজেট এর জন্য তার পর গেজেটের বিষয় টা বললাম। উনি তখন বললেন এটা তো এখানে পাবেন না। তার পর কিছুক্ষন দাড়িয়ে থাকলাম। তো উনি আবার এসে বললেন "ভাই বিশেষ ব্যবস্থায় আপনার জন্য একটা স্রংগ্রহ করলাম। " আমি বললাম "তাহলে দেন দেখি এটা কিনা?" তখন তিনি আবার বললেন "চা নাস্তার খরচ দেন এত কষ্ট করে জোগার করলাম।

" আমি তখন পুরো অবাক কি বলে। আমি আবার বললাম "তো আপনাকে কত দিতে হবে। " উনি বললেন "বেশি না মাএ ২০ টাকা। " আমি গেজেটের মূল্য ২ দেখেও উনাকে কোন রকম বুঝিয়ে সুঝিয়ে ১০ টাকা দিয়ে অফিস থেকে বের হলাম। মনে মনে কিন্তু আমি খুশি যে ২০ টাকা দিতে হয়নি।

এই ২০ টাকা কি ঘুষে সঙ্গার মধ্যে পড়ে কিনা বলেন তো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।