প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
আমি এখন ত্রি-খন্ডিত
মন চায় জলেই থাকি
আবেগ চায় নীলে ডুবতে
সুখ বলে সুখ উড়াতে
নীল বলে আরো ভাবতে।
আমি এখন ত্রি-খন্ডিত
অসম-ভাবে ভাগ হওয়া একধরনের তিন আত্তা
যার কিছুটা নীল খানিক জল এবং বিশাল সুখ।
সুখকে পেয়েছি অনেকাংশে
জল আমার মগজের ভেতর
আর
নীল আমার চোখের সামনে সকল সময়।
কিন্তু কেউই আমাকে আমার মত করে ভাবে না
যদিও তাদের স্বরুপ একই
তথাপিও নীল জল আর সুখ এক প্রান্তে এক বিন্দুতে স্থির হয় না কখনোই।
তাই কিছু সময় আমি নীলে খানিক টা জলে আবার কখনোবা সুখ উড়াই আপন মনে।
আর এই সব নিয়ে আমার দিন রাত্রি উৎযাপন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।