আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব সাইটে রেজাল্ট-- ভয়ানক রসিকতা !



বিভিন্ন পরীক্ষার সময় বলা হয় কেন্দ্রে পাঠানো ''এনালগ'' (?!) রেজাল্টের পাশাপাশি ওয়েব সাইটে ''ডিজিটাল'' (?!) রেজাল্টও পাওয়া যাবে। আবার মোবাইল ওয়ালারা ( কাবুলিওয়ালা ?!) ঘোষণা দেয় তারাও রেজাল্ট দিতে পারবেন। (এসএমএস বিলের বিনিময়ে) তারপর ফল প্রকাশের সময় এলে দেখা যায় সাইটে ঢোকা যাচ্ছে না। হ্যাং হয়ে যাচ্ছে। সাইটে রেজাল্টের জন্য হামাগুড়ি দিয়ে পড়ে থাকতে থাকতে দেখা যায় এনালগ রেজাল্ট স্কুলে পৌঁছে গেছে।

যে কিনা ডিজিটাল রেজাল্টের জন্য রোল/রেজি: নং দিয়ে বারবার ফোন করে অস্থির করে ফেলেছিলো দেখা গেলো সেই হাসিসহযোগে রেজাল্ট জানিয়ে দিচ্ছে স্কুলের সামনে থেকে। আমি তখনো কম্পিউটারের সামনে বসে ডিজিটাল রেজাল্টের জন্য তীর্থের কাকের মতো বসে আছি ! কিন্তু মোবাইল ওয়ালারা দেখি যথাসময়ে ( মাঝে মাঝে কিঞ্চিত আগে) রেজাল্ট জানাতে পারে। মোবাইল ওয়ালারা আবার মাঝে মাঝে এসএমএস খেয়ে ফেলে। আবার এসএমএস করতে হয়। তবে অবশ্যই তাদের অবস্থা ওয়েব সাইটের চেয়ে হাজারগুন ভালো।

এসএসসি, এইচএসসি, ডিগ্রী, ভর্তি পরীক্ষার ফলাফল সব ক্ষেত্রে এই ভোগান্তি অবধারিত। কিন্তু গতকাল প্রাইমারীর সমাপনী ( বাবুদের এসএসসি ?) পরীক্ষার ডিজিটাল রেজাল্ট সবাইকে ফেল করিয়ে দিলো। রেজাল্টতো পাওয়া যায়ইনি তার ওপর কতো কম্পিউটার যে সে সাইটের কল্যাণে ভাইরাস আক্রান্ত হয়ে পটল তুলেছে তার সীমা পরিসীমা নেই। ( এ নিয়ে কাল একাধিক পোস্ট এসেছে সামুতে) গুগল বা মজিলা যারা ব্যবহার করেছেন তারা আগাম সতর্কবার্তা পেয়ে বিপদ কাটাতে পেরেছেন। কিন্তু এক্সপ্লোরার এরকম কোন সতর্কবার্তা দেয়নি।

( এটা কি আমাদের মতো ডিজিটাল হযে গেলো ?!) ফলে অনেকের জন্য মহাবিপদ হয়ে এসেছে এই ডিজিটাল রেজাল্ট। এ সব কাজকারবারের জন্য সরকারের বদনাম হচ্ছে। এই সব ক্রিমিনাল টাইপের লোকের জন্য সরকারকেই মূল্য দিতে হয়। তাই আমরা দাবী জানাই সরকার যাতে এর একটা বিহিত করে। এই বিহিত না হওয়া পর্যন্ত আমাদের সাথে যেন ডিজিটাল রেজাল্ট রসিকতা না করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.