http://www.bdbooks24.co.cc/
....
....
....
১।
হাসান সাহেব বই সংগ্রহে বেশ আগ্রহী। নিজের চেষ্টায় সে ১টি ছোট লাইব্রেরি তৈরি করেছে।
লাইব্রেরির দরজায় তিনি বেশ পুরনো রাজকীয় ছবির ফ্রেমে ১টি ছবি টাঙ্গিয়ে রেখেছেন। আর সমস্যাটা সেখানেই।
যখন নতুন কেউ লাইব্রেরিতে বই পড়তে আসে, তখন ছবি দেখে তার (হাসান সাহেব) কাছে জানতে চায়, ছবিটি কার ?
হাসান সাহেব তখন সেই প্রশ্নকর্তাকে উত্তর দেবার পরিবর্তে নিজেই ১টি প্রশ্ন করেন।
প্রশ্নটি হলো- "আমার কোনো চাচা এবং ভাই নেই। কিন্তু ছবির মানুষটির বাবা হলো আমার বাবার সন্তান। এখন বলুন ছবিটি কার ?”
আপনারাও বলুন ছবিটি কার ?
২।
হাঁদা ও তার কুকুর বেড়াতে বেরিয়েছে।
যাবে ১০ কিমি দূরে একটা পার্কে।
হাঁদা হাঁটে ৪ কিমি/ঘন্টা বেগে। হাঁদার কুকুর ছোটে ৮ কিমি/ঘন্টা বেগে।
হাঁদা হাঁটছে গান গাইতে গাইতে। হাঁদার কুকুর তো ছুটে পার্কে পৌঁছে গেল।
তারপর বিস্কুটের লোভে আবার উল্টোদিকে ছুটে হাঁদার কাছ থেকে বিস্কুট নিয়ে আবার এক ছুটে পার্ক ! আবার উল্টো ছুটে আবার হাঁদার কাছে এসে বিস্কুট নিয়ে আবার দৌড় পার্কের দিকে ! কুকুরটা এইরকম করতে থাকল যতক্ষণ না হাঁদা আর তার কুকুর পার্কে পৌঁছল।
প্রশ্ন : তারা কতক্ষণে পার্কে পৌঁছাল ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।