আমাদের কথা খুঁজে নিন

   

এতো সাজুগুজু করার পরও আমাকে দেখতে খালাম্মার মতো লাগে !!

লাইফ শেষ

যেকোন অনুষ্ঠানেই যেতে ভালো লাগে। কালারফুল হয়ে না গেলে মন চাঙ্গা থাকে না। সবার আগে যাই, ক্যামেরা লাইটের পজিশন দেখে তারপর সুবিধামতো চেয়ারে বসে পড়ি। এদিনও এক অনুষ্ঠানে গেলাম। ঘরের রঙের ডিব্বা সব খালি কইরা শরীর রাঙায়া শেষবার যখন নিজেকে আয়নায় দেখি- নিজেরই হিংসা হচ্ছিলো! এতোটাই আকর্ষনীয় লাগছিলো যে, একা যাওয়াটা নিরাপদ বোধ করিনি।

তাই দু'একটা পাইক পেয়াদা সাথে করে নিয়ে গেছিলাম। অনুষ্ঠানে যখন বারবার আমার ছবি তুলছিলো তখন ঘরের খালি ডিব্বাগুলোর খালি হওয়া স্বার্থক হচ্ছিলো। আশেপাশের চেয়ারের মানুষগুলোর মনযোগ নষ্ট করার কোন চেষ্টায়ই বাদ রাখিনি। ব্যাটামানুষগুলো যখন আমার দিকে তাকাচ্ছিলো, তখন খুব ভালো লাগছিলো। বারবার যখন লাইটের ফোকাস পড়ছিলো, তখনো ভালো লাগছিলো।

ভিডিও ক্যামেরা যখন আমার দিকে ঘুরছিলো, নিজের খুশি হওয়াটা আর লুকায়া রাখতে পারিনি। সবই ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানের পর ছবিগুলো হাতে নিয়ে নিজের খোমা আর খোমার সাথের শরীরটা দেখে যখন খালাম্মার মতো লাগছিলো তখন চউক্ষের জল আটকায়া রাখতে পারিনাই। এখন আমার পাইক পেয়াদেরকে লাগিয়ে দিলাম আমার তপ্ত দিল ঠান্ডা করার জন্য। তাদের এতো দৌড়ানি খাওয়ার পরও আমার দিল ঠান্ডা হয় না। কেউ যদি ওয়াসায় একটা ফোন দিতেন!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।