মুন রিভার ...
মরচে পরা চিন্তা অবশ দিন
ভাবনাগুলো ছুটির অবসরে
হেলান দেয়া সময় যুক্তিহীন
দৃশ্যপটে,কে?কড়া নাড়ে!
বাধ্য হয়ে উঠে বসতে হয়
চা- টা হলে মন্দ হতো না
শব্দ,তোমার কাছে অনুনয়
আসতে আসতেই চলে যেও না।
ভাবতে ভাবতে একটা ঘাসফড়িং
ঘাস না পেয়ে,আমার বারান্দাতে
অবাক হয়ে দেখছি,অবশ দিন
মেলছে ডানা ঘাস ফড়িং এর সাথে।
চা-টা হলে জমত নিশ্চিত
মেঘ মল্লার আসবে নাকি,দেখি!
ভাবছি যখন মাত্রা গুনে গুনে
শব্দ গুলো হারিয়ে গেলো একি!
ফরিং টা তাই চলেই গেলো হায়!
চা-টা তো আর খাওয়াই হোলো না
ভেবে গেলাম ছাই পাশ তোমায়
অবশ দিন-ই ছিলো আমার ভালো!......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।