আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনে বড় বড় গুন..................

এসো আবার চড়াই উৎড়ই..........

আমরা প্রায়ই বড় বড় গুন করতে গিয়ে খাতা ভরিয়ে ফেলি। অনেক আগে আমার এক বন্ধুর কাছে শিখা বড় বড় গুনকে এক লাইনে করার প্রক্রিয়াটি বলছি............ মনে করুন আপনাকে বলা হল ৩১২৫*২১৪৫=? [৩২১৫(গুনিতক), ২১৪৫(গুনক)] তবে গুনফলের এককের ঘরে হবে গুনকের এককের অংক*গুনিতকের এককের অংক=২৫ এর ৫ বসবে হাতে থাকবে ২ দশকের অংক হিসাবের সময় গুনকের এককের অংক*গুনিতকের দশকের অংক+গুনকের দশকের অংক*গুনিতকের এককের অংক+হাতের অংক=১০+২০+২=৩২ এর ২ বসবে ও হাতে থাকবে ৩ শতকের অংক হিসাবের সময় গুনকের এককের অংক*গুনিতকের শতকের অংক+গুনকের দশকের অংক*গুনিতকের দশকের অংক+গুনকের শতকের অংক*গুনিতকের এককের অংক+হাতের অংক=৫+৮+৫+৩=২১ এর ১ বসবে ও হাতে থাকবে ২ সহস্রের অংক হিসাবের সময় গুনকের এককের অংক*গুনিতকের সহস্রের অংক+গুনকের দশকের অংক*গুনিতকের শতকের অংক+গুনকের শতকের অংক*গুনিতকেরদশকের অংক+গুনকের সহস্রের অংক*গুনিতকের এককের অংক+হাতের অংক=১৫+৪+২+১০+২=৩৩ এর ৩ বসবে ও হাতে থাকবে ৩ সহস্রের অংক হিসাবের সময় গুনকের দশকের অংক*গুনিতকের সহস্রের অংক+গুনকের শতকের অংক*গুনিতকের শতকের অংক+গুনকের সহস্রের অংক*গুনিতকের দশকের অংক+হাতের অংক=১২+১+৪+৩=২০এর ০ বসবে ও হাতে থাকবে ২ অযুতের অংক হিসাবের সময় গুনকের শতকের অংক*গুনিতকের সহস্রের অংক+গুনকের সহস্রের অংক*গুনিতকের শতকে অংক+হাতের অংক=৩+২+২=৭ এর ৭ বসবে ও হাতে থাকবে ০ লক্ষের ঘরের হিসাব গুনকের সহস্রের অংক*গুনিতকের সহস্রের অংক+হাতের অংক=৬+০=৬ এর ৬ বসবে তাহলে গুনফল দাড়াল = ৬৭০৩১২৫ ভাল করে লক্ষ্য করলে দেখবেন আমাদের পরিচিত গুনেরই এলগরিদম এটি। গুণকের ও গুনিতকের সর্ববাম হতে শুরু হয়ে গুনক ও গুনিতকের সর্ব ডানে শেষ হয়। দেখতে বড় হলেও মাথায় রেখে যোগগুলো করা সম্ভব বলে একলাইনেই উত্তরটি বসানো সম্ভব। আর মূল প্রক্রিয়াটি ধরতে পারলে যত বড় গুনই হোক এক লাইনেই হিসাব করা সম্ভব! তবে প্রথম কিছুদিন শ্রেফ অনুশীলন করতে হবে। ক্যালকুলেটর আর কম্পিউটার এর এই যুগে এই প্রাগৈতিহাসিক হিসাব নিকাশ অনেকের ভালো নাও লাগতে পারে। কোন ভুল হয়ে থাকলে জানাবেন আমার পোষ্টে ভুলগুলো দেখছি মোটা দাগের হয়। অঃ টঃ সামুতে সুপার ও সাব স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় কেউ কি দয়া করে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।