আমাদের কথা খুঁজে নিন

   

চুরি-২



ভাবের ছলনে পড়ে ভালবাসা' নাহিরয় নিকষিত হেম, আঁধারেতে চুরি যায় কত কত প্রেম। জঘন্য মানবতা চুরি করে দেহ-মন। প্রকাশ্যে চুরি করে বেচা যৌবন বলে যায় সে বারতা কা‍নে প্রতিক্ষণ। কত কলে কাজ করে কত কত জন চুরি হয় শ্রমিকের সেথা যৌবন। নেতাদের বাতুলতা চুরি করে সব নাম-ধাম, শ্রম, ঘাম, মিছিলের শব।

শব নিয়ে রাজনীতি চুরি করে সম্প্রীতি চিরকাল লালসায় চুরি যায় নীতি। ভাগ্যটা চুরি যায় যাদের হাতে স্লোগান বাজাও সবে তাঁদের তরে। রাস্তায় প্রাণ যাবে আঘাতে আঘাতে তথাপিও মিঠে স্বরে ভোট চুরি করে। স্বাধীনতা চুরি যায় আমাদেরই ভোটে আলাপেতে তেল চুরি আমাদেরই ঠোঁটে। আমাদের অধিকার হরি চুপ চুপ নিয়ে যায় এক দল খমতা লেলুপ, চুরি হয় অধিকার শান্তির নামে আফগান, সুদান, কিবা কাশ্মির ধামে।

চরিত্র চুরি হয় পরাজিত হলে স্বাধীনতাকামী যায় সন্ত্রাস দলে। ছোটলোক চুরি করে আসিলে অভাব কোট টাই পড়ে কারো চুরির সাভাব। মানিব্যাগ চুরি করে বস্তির ছেলে- কহটুকু ক্ষতি হয় পেট পুড়ে খেলে ? ফাইলের ঝারিঝুরি কত কিছু করে চুরি কত ক্ষতি ? ফাইল ধরে ব্রিফক্যাস চুরি গেলে। চুরি করে শৈশব বয়সটা বাড়ে যৌবন চুরি যায় সময়ের আড়ে। গুনে গুনে সব্বাই পঞ্চাশ ষাট, মহাকাল চুরি করে নিবেই ‍সবারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।