অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
আসছে ২৫ ডিসেম্বর যিশু খৃষ্ট্রের (p.b.u.h) জন্মদিন হিসাবে উৎযাপিত হবে খৃষ্টান সম্প্রদায়ে। "বড় দিন(CHRISTMAS DAY )" হিসাবে পরিচিত এই দিনটি যে যিশুখৃষ্ট্রের(p.b.u.h) জন্ম দিন হিসাবে পালিত হয় তা অনেকই জানেন না। কিন্তু ২৫ ডিসেম্বর কি সত্যিই যিশু খিস্ট্রের (p.b.u.h) জন্মদিন ? বাইবেল-এ যিশু খিস্ট্রের(p.b.u.h) জন্মদিন বলে কোন সুনির্দিষ্ট দিনের কথা উল্লেখ করা নাই।
কেউ কেউ ভিন্ন কথা বলেন, এই ভিন্নমতাবলম্বিরা কিছু যুক্তি দিয়ে বলতে চেয়েছেন যিশু খিস্ট্রের (p.b.u.h) জন্মদিন ২৫ ডিসেম্বর নয়।
Luke 2 : 7 – 8
And she brought forth her firstborn son, and wrapped him in swaddling clothes, and laid him in a manger; because there was no room for them in the inn. And there were in the same country shepherds abiding in the field, keeping watch over their flock by night.
(At the time of Jesus’ Birth, Shepherds were watching flocks at night in the fields.)
কিন্তু,
ডিসেম্বরের শেষ সপ্তাহে বেথেলহেমে রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, এমনকি রাতে তুষারপাত হয়।
ডিসেম্বরের শেষ সপ্তাহে রাতের আবহাওয়া রাখালদের পক্ষে মাঠের মেষ চরানোর অনুকুল নয়।
............ তাহলে দেখা যাচ্ছে হয়ত যিশুখ্রিষ্ট(p.b.u.h) শীতকালে নই বরং গীষ্মকালে জন্ম গ্রহণ করেন, সেপ্টেম্বর/অক্টোবরে।
The census described by Luke
Luke 2 : 1 – 5
Now it came about in those days that an order went out from Caesar Augustus
that there was to be a numbering of all the world. …, everyone to his town. And Joseph went up from Galilee, out of the town of Nazareth, into Judaea, to Beth-lehem, …, To be put on the list with Mary, his future wife, who was about to become a mother. And while they were there, the time came for her to give birth. And she had her first son; and folding him in linen, she put him to rest in the place where the cattle had their food, because there was no room for them in the house.
(Jesus' parents came to Bethlehem to register in a Roman census)
কিন্তু,
Roman and Judean শাসকরা জানত শীতকালে জনসংখ্যা জরিপের আয়োজন বাস্তব সম্মত না এবং তা জনসমর্থনও পাবে না।
জনসংখ্যা জরিপের মতো প্রোগ্রাম নবান্নের পর সেপ্টেম্বর/অক্টোবর যখন আবহাওয়া ভাল থাকে এবং যোগাযোগের জন্য পথ-ঘাট যথেষ্ট শুস্ক থাকে।
Luke's হিসাবানুযায়ী জনসংখ্যা জরিপের বিষয়টি ”ডিসেম্বরে যিশুর জন্ম” এই তথ্যের পরিপন্থি। এগরারিয়ানদের জন্য বসন্ত/ নবান্ন পরবর্তী জনসংখ্যা জরিপকার্য উপযুক্ত সময়।
তাহলে যিশু খিস্ট্রের (p.b.u.h) জন্ম কোন সময়ে হতে পারে ?
Luke 1 : 26 – 31
Now in the sixth month the angel Gabriel was sent from God to a town in Galilee, named Nazareth, To a virgin who was to be married to a man named Joseph, of the family of David; and the name of the virgin was Mary.… And see, you will give birth to a son, and his name will be Jesus.
(When Gabriel visited Mary, Elizabeth (John’s Mother) was 6 months Pregnant)
John the Baptist যিশুর চেয়ে ৬ মাসের বড়
এখন দেখার বিষয় কখন জন্মগ্রহণ করেন-
John's (The Baptist) father, Zacharias, was a priest serving in the
Jerusalem temple during the course of Abijah (Luke 1:5).
It was during this time of temple service that Zacharias learned that
he and his wife, Elizabeth, would have a child (Luke 1:8-13).
ইতিহাস বিশ্লেষনে দেখা যায় course of Abijah ঐ বছর জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল। এবং প্রশিক্ষন চলাকালীন John the Baptist কে মা Elizabeth পেটে ধারন করেন।
তাহলে জুন এর সাথে ৯/১০ মাস যোগ করলে পায় মার্চ/এপ্রিল এর সাথে আর ৬ মাস যোগ করলে পায় সেপ্টেম্বর/অক্টোবর।
কাজেই যিশুর (p.b.u.h) সম্ভব্য জন্মের মাস সেপ্টেম্বর/অক্টোবর, ডিসেম্বর নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।