আ মা র আ মি
প্রদর্শনীর নিমন্ত্রন জানিয়ে আমার গত পোস্ট:
ছবির সংজ্ঞা অনেকে অনেক ভাবেই দেয়। আমার মতে ছবি হলো আলো আর ছায়ার খেলা। ক্যানভাসে রং নিয়ে খেলার মত আলো আর ছায়ার উপস্থাপনেই তৈরী হ্য় দারুন এক শিল্প। আর এই শিল্প আসলে ছড়িয়ে আছে আমাদের চারপাশেই। আমরা যারা ছবি তুলি তারা তো আমাদের চারপাশে ছড়িয়ে থাকা আলো ছায়ার শিল্পকেই তুলে আনি ক্যামেরায়।
আমরা কিছু মানুষ এই আলো ছায়ার সৌন্দর্য খুঁজতেই মাঝে মাঝে বেড়িয়ে পড়ি। আমাদের কেউ কেউ সে আলো ছায়া তুলে আনে ক্যামেরায় আর কেউবা মনের ক্যানভাসে। এভাবেই আমরা ঘুরে বেড়িয়েছি এই সুন্দর বাংলাদেশের অনেক জায়গায়। আমাদের এই দলটার নাম "বাংলাদেশ টুরিজম এক্সপানশন ফোরাম" (বিটিইএফ)। আমরা চেষ্টা করি দেশের সেইসব জায়গাগুলোতে যেতে যেখানে সৌন্দর্য লুকিয়ে আছে এখনো নিভৃতে, আর সে লুকিয়ে থাকা আলোছায়ার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে আনার জন্যই আমরা এবার আয়োজন করেছি ছবি প্রদর্শনীর।
আমাদের প্রায় ৫০ টি ট্যুরের মধ্য থেকে বাছাই করা ১২টি ট্যুরের ছবি নিয়ে "আলো ছায়ায় বাংলাদেশ" শিরনামে এ প্রদর্শনী উদ্বোধন হবে আগামী ১৬ ডিসেম্বর আর চলবে ২২ তারিখ পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারীতে। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
সবার নিমন্ত্রন রইলো ছবি দেখতে আসার। আসলে চোখে যতটা সৌন্দর্য দেখা যায় তার অল্পই তুলে আনা যায় ক্যামেরার মাধ্যমে ছবিতে। তবুও এ প্রদর্শনীর ছবি দেখে কেউ হয়তো খুঁজতে বেড়িয়ে পড়বেন সেই না দেখা সুন্দর, ঘুরে বেড়াবেন মদক, পোয়ামুহুরী, সোনারচর, তবে আমাদের এ চেষ্টা সফল হবে।
দেখা হবে তবে বন্ধু।
ছবি প্রদর্শনী: "আলো ছায়ায় বাংলাদেশ"
আয়োজনে: "বাংলাদেশ টুরিজম এক্সপানশন ফোরাম" (বিটিইএফ)।
তারিখ: ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত।
প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
স্থান: জয়নুল গ্যালারী, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
----------------------------------------------------------------------------------
আজ প্রদর্শনীর শেষদিন। যারা মিস করেছেন তাদের আবার নিমন্ত্রণ জানাই।
আর যদি কেউ গিয়ে থাকেন তবে প্রদর্শনী কেমন লাগলো তা জানানোর অনুরোধ রইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।