আমাদের কথা খুঁজে নিন

   

সে আর বালিশ কেঁদে কেঁদে জলকৌড়িল নদী

ডুবোজ্বর

২২১২০৯ রাতে এসে এঁকেছি একাকী একটি গানের গন্ধ এখানে যাকিছু পরিযায়ী সুর ছিলো ছড়ানো শাদা ক্যানভাস আমাকে নিলো অন্ধ শাদা ক্যানভাস আমাকে নিলো অন্ধ মাধুকর আমি একটি কান্না আঁকতে চেয়ে গান ক্যানভাস আর শাদা হবে না রাতের গাড়ি চলে গেছে আমাকে রেখে গাড়িটির হৃদয় ধাতবপ্রাণের পরে ঝুলকালি এই কালো শহরতলিকে মুড়িয়ে রাখে শূন্য নদীতীরে আমি বালির বিভাস আমার বুকের ভিতর কারো নিঃশ্বাস চুর কে আমাকে বিভাগ করে বিবাগী ভাঙন দ্বৈত হৃৎকম্পনে একাকার সিলিকন কেউ কি ভাবছে আমাকে যদি কেউ আর কারো সাথে না বলে কথা যদি কেউ গোপনে এঁকে ফেলে রাতের কবিতা যদি কেউ উড়ে উড়ে উড্ডীন কোজাগর যদি কেউ পুড়ে পুড়ে জানলাহীন ঘর কেউ কি আমাকে ডাকছে সে তার নিজের ভিতর ভেঙে দেয় সাতস্বর যদি সে আর বালিশ কেঁদে কেঁদে জলকৌড়িল নদী আমি কি তাকে শূন্য করি নি একা আমি কি চোখের ডালপালা ভেঙে বানাই নি পাখা ------------------------------------------------------------- ভোর ৪:১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।