আমাদের কথা খুঁজে নিন

   

এই লাফাঙ্গা গুলারে কি করা উচিৎ?

http://www.facebook.com/Kobitar.Khata

একটু আগে টিভির চ্যানেল ঘুরাতে ঘুরাতে হঠাৎ ইসলামীক টিভিতে চোখ স্থির হয়ে গেল। দেখা গেল ৫/৭ টি ছেলে বাংলাদেশের পতাকা খচিত টিশার্ট গায়ে দিয়ে হেঁটে হেঁটে হামদ নাথের ঢংয়ে গান গাইছে সূর্যদয়ে তুমি র্সূযাস্তে তুমি/ ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। গানের শেষে লেখা উঠেছে কথা ও সুর সংগৃহীত তারা নাকি গানটির গীতিকার ও সুরকারের নাম জানেনা। সূর্যদয়ে তুমি সূর্যাস্তেও তুমি সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।। জলসিঁড়ি নদীর তীরে, তোর খুশির কাঁকন যেন বাজে ও—কাশবনে ফুলে ফুলে, তোর মধুর বাসর যেন সাজে তোর একতারা হায়, করে বাউল আমায় সুরে সুরে।। আঁকাবাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় যেন হাসে ও—পদ্ম পাতা, দীঘির ঝিলে তোর সোনার স্বপন যেন ভাসে তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।