এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
গত কয়েকদিন কখনো থেমে থেমে কখনো একটানা তুষার পড়ছে তো পড়ছেই ... বেশ ক'বার ছোট কাজিনদের নিয়ে খেলে আসলাম "স্নো-ফাইট" হঠাৎ মনে হলো আরে আমার ব্লগের বন্ধুদেরকে তো নিয়ে আসা হলো না ... যেমন চিন্তা তেমন কাজ ... পকেট থেকে সেলফোনে ধরে বেধে তুষারশুভ্র কয়েকটি মুহুর্ত নিয়ে আসলাম সবার জন্য ....
এটা ৬ ফুটের চেয়ে বড় একটা তুষার মানব ... ব্যাটাকে বানাতে বেশী একটা সময় লাগে নি ... আধ-ঘন্টার মতো লেগেছিল ... ছোট কাজিনটার ঠান্ডা লাগছিলো তাই জলদি জলদি বানিয়ে ফিরতে হয়েছিল, নাইলে ইচ্ছে ছিল আরো বড় বানাবো .... এর নাক বানানোর জন্য গাজর আর চোখের আর বোতামের জন্য ছোট ছোট টমেটো নিয়ে গিয়েছিলাম কিন্তু এর আগেই স্নো-ফাইটের ফাকে কোন সময় যে পিচ্চি কাজিনগুলো পকেট থেকে বের করে ওগুলোও ছুড়ে মেরেছে অন্য বন্ধুদের দিকে খবরই ছিলো না ... বানানোর সময় খেয়াল করলাম ওগুলোর একটাও নাই ... সুতরাং গাছের পাতা আর ডাল দিয়েই ওসব বানাতে হলো .... তবে এটা ওখানে অন্যদের বানানো যে কোন তুষার মানবের চেয়ে বড় ছিল...
তুষার পথে নিজের পায়ের ছাপ দিতে একটা গান মনে পড়ছিল -- যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে ..... ছবিতে তেমন একটা বুঝা না গেলেও এটা প্রায় সাড়ে ৩ - ৪ ইন্চি গভীর ছিল ....
কেউ কি বলবে এখানে একটা গভীর পুকুর আছে ? ... পুকুরটির উপরে তুষারে ভরে একেবারে সাদায় একাকার হয়ে আছে .... এক ইংলিশ ট্যুরিষ্টকে বললাম এখান থেকে এক দৌড়ে ঐ পাশের গাছটা ধরতে আপনার কত সময় লাগবে ? সে বললো মাত্র ১ মিনিট ... আমি বললাম আমি তো আধ-ঘন্টায় ও পারবো না, আপনি কেমনে পারবেন ? দেখান তো .... বেচারা সত্যি সত্যি নামছে দেখে এলাকার লোকজন হাসতে হাসতে শেষ ... এই দেখে উনি তো আরো দুরন্ত গতিতে নেমে যাচ্ছিলেন দেখে হাত ধরে টেনে থামিয়ে বললাম আসল কাহিনি ....
শুধু পুকুর ই না ... এই নদী সাগরের সাথে সংযুক্ত, তবুও সেগুলো বরফে জমে ছিলো ... ছোট ছোট জাহাজ গুলো বেরুবে কিভাবে এখন ? ... সে চিন্তা করতে করতে আমার ছোট কাজিন গুলোর বেশ কিছু সময় কেটে গিয়েছিল, শেষ পর্যন্ত কুল কিনারা না করার আগেই অবশ্য শুরু হয়েছিল স্নো-ফাইট
এই চেহারা এখন এখানকার জন্য খুবই সাধারন একটা ব্যাপার .... যা আমার খুব খুব খুব পছন্দের...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।