আমাদের কথা খুঁজে নিন

   

আর মনে মনে বলছিলাম ,কোন আক্কেলে যে কইছিলাম গার্লফ্রেন্ড আছে ।

অহংকার মানুষের পতন ঘটায়, আর বিনয় মানুষের মাথায় সম্রাটের মুকুট পরায়

অনেক দিন আগে আমার বস আর আমার এক কলিগকে নিয়া একটা পোষ্ট দিছিলাম ,ঐটার ধারাবাহিকতায় আর একটা দিলাম । কারন তখন যা ঘটছে তার কাহিনীতো সবাইকে বলছি ,কিন্তু এর পর যা ঘটল তা না বলে শান্তি পাচ্ছি না । যারা আগের পোষ্ট পড়েননি তাদের জন্য লিংক দিলামবস আমার টাংকি মারে মাইয়া কলিগের লগে আর আমারেকয় কাম কর কাম কর তা আমার বস এর কাহিনী তো জানলেন । কিছু দিন আগে আমার বস দেশে একবারে চলে যায় । মাঠ খালি অবস্থা আর কী ।

আমি সারা দিন মুখ শুকনা করে রাখি ,ভাব এই রকম যে ,বস চলে যাওয়াতে আমার মত কষ্টে কেউ নাই । আমার বসের গার্লফ্রেন্ড(জোরপুর্বক) দেখি আগের চেয়ে অনেক খুশি ভাব এমন যে বাধন হীন মুক্ত পাখি । এর আগের ব্লগে লিখছিলাম ঐ মেয়ে (বসের গার্লফ্রেন্ড)এখন আমার সাথে ভাব মারতে চায় যখন মরিসাশ এর বস না থাকে । এখন তা আশংকা জনক হারে বাড়ার কথা কিন্তু হইল উলটা । আমি ভাবলাম এইবার আমার পথের কাটা নাই আর ,আমারে ঠেকায় কে ?কিন্তু বাতাস উল্টা দিকে যাইতেছে ।

আমি ঘটনা প্রবাহ বোঝার জন্য কী করব বুঝতে পারছিলাম না । তখন গতকাল দেখলাম ওর হাতে আংটি ,দেখে মনটা আরো খারাপ হয়ে গেল । তখন ওর কাছে যেয়ে বললাম , তোমার হাতে আংটিটা ভাল হইছে ,কে দিল ,তোমার বয়ফ্রেন্ড? ও আমারে কয় ,আমারতো বয়ফ্রেন্ড নাই ,আমার চোখে ঝিলিক খেলে গেল , কিন্তু ওকে বুঝতে দেই নি । তখন আমি মজা করার জন্য আমাদের অন্য স্টাফদের বলছিলাম যে ,হাসার বয়ফ্রেন্ড ওকে রিং দিছে । তখন সবাই ভাবে ঘটনা সত্য ।

সবাই ওকে বলতে লাগল মানুষটা কে ? ওর তখন দিশে হারানোর অবস্থা ,ও শুধু আমার দিকে তাকায় । তখন একজন আমার নাম নিয়ে বলল ও নাকি ? আমি নিজেই হকচকিয়ে গেলাম । তখন ওর বান্ধবী বলে উঠল , ওতো মোহাম্মদকে পছন্দ করে কিন্তু মোহাম্মদের গার্লফ্রেন্ড আছে । আমার তখন নিজের চুলছিড়তে মন চাইছিল। আর মনে মনে বলছিলাম ,কোন আক্কেলে যে কইছিলাম গার্লফ্রেন্ড আছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।