আমাদের কথা খুঁজে নিন

   

যদি ফিরে আসো তুমি

---স্বপ্ন ভঙ্গের কষ্ট, হূদয় ভরে থাক !!

যদি ফিরে আসো তুমি শীতকালের বিষন্ন বিকেল আকাশ যেন তাই নুয়ে পরছে মাটিতে, কুয়াশার সাথে হাত মেলাতেই ফিরে তাকালো সাঁঝের আকাশ, অভিমানী কুয়াষা বাতাসে মিশে যদি ফিরে আসো তুমি এমন পৌষের সাঁঝে দেখবে ঘাসের ডগায়, শিশিরের ফোটা উঁইপোকার ঢিবি হতে,বের হয় উঁই; উড়ছে ডানা মেলে, সীমের মাচায় বেগুনী ফুলে ভ্রমর গায় গান, ফড়িং উড়ে ডানা মেলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।