টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] কাস্টমারঃ আমাকে ব্লু ফিল্ম এর গান দেন। কাস্টমার ম্যানেজারঃ স্যার আমাদের কাছে তো এই টাইপের কোন গান নেই। কাস্টমারঃ ওই মিয়া, আমি শুনসি আসে, দেন আমারে। … কাস্টমার ম্যানেজারঃ আন্তরিক ভাবে দুঃখিত স্যার, এ ধরণের কোন গান নেই। কাস্টমারঃ আরে ভাই দেন না। কাস্টমার ম্যানেজারঃ এগুলোতে তো স্যারগান হয় না, সাউন্ড হয়। এই সাউন্ড কলার টিউন করা যায় না। কাস্টমারঃ আপনি কি দেখসেন ব্লু ফিল্ম ? কাস্টমার ম্যানেজারঃ যতটুকু দেখেছি স্যার কোন গান কখনো শুনি নাই, শুধু সাউন্ড শুনেছি। কাস্টমারঃ আরে ভাই অক্ষয় কুমার, লারা দত্ত, সঞ্জয় দত্ত ব্লু ফিল্ম করসে না, ওইটার গান দেন কাস্টমার ম্যানেজারঃ লারা দত্ত এখন ব্লু ফিল্ম করা শুরু করছে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।