দিন বদলের সপ্নটাকে হারিয়ে ফেলনা.. পাল্টে দেবার সপ্ন আমার এখনো গেলনা............
আমি আলু। লোকে বলে আমার নামের সাথে একটা তরকারির নামের মিল আছে। হইতে পারে। হয়ত তরকারি বেটার আমার নামটা পছন্দ হইছিল। যাক।
নাম দিছে আমার বাপ মায়। ওগো সমস্যা - আমার না।
আপনের কেমন আছেন সবাই? ভাল তো। গত কয়েকদিন আগে দেখলাম এই খানকার এই ব্লগের বয়ষ হইছে ৪ বছর। বুড়া হইয়া গেছে গিয়া।
আমিও বুড়া। বুড়া দেইখা বিয়া করনের বউ পাই না। বুড়া দেইখা মাইয়ারা তাকায়না। বুড়া দেইখা -- যাগগিয়া।
আমি এই ব্লগ লিখতে ছাই মজা করার লিগা।
সিরিয়াস কিছু না। আমার কথা সিরিয়াস লইয়েন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।